ঢাকা: মুসলিম ধর্মপ্রচারক জাকির নায়েকের বিতর্কিত পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করল বাংলাদেশ। রবিবার ঢাকায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশের শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু। জানা গেছে, ঢাকার গুলশন কাফে হামলার ঘটনায় যুক্ত জঙ্গিরা পিস টিভিতে মুম্বইয়ের কট্টরপন্থী মৌলবী জাকিরের বক্তৃতা শুনে জঙ্গিয়ানায় উৎসাহী হয়ে পড়ে। জাকির তার বক্তৃতায় সব মুসলিমকে জঙ্গি হওয়ার আহ্বান জানায়। এ খবর প্রকাশ্যে আসার পরই জাকিরের বক্তৃতাগুলি খতিয়ে দেখতে দিল্লিকে অনুরোধ করে ঢাকা। দিল্লিও জানিয়ে দিয়েছে, ওই মৌলবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশের শিল্পমন্ত্রী আরও জানিয়েছেন, এদিনের উচ্চপর্যায়ের বৈঠকে ঠিক হয়েছে, শুক্রবার মসজিদগুলি থেকে যে বক্তৃতা দেওয়া হয়, সেগুলি খতিয়ে দেখা হবে, দেখা হবে, আপত্তিকর কিছু আছে কিনা। ইসলামী সন্ত্রাসবাদ ও কট্টরপন্থার বিরোধিতা করে বক্তৃতা দেওয়ার জন্যও শেখ হাসিনা সরকার দেশের ইমামদের অনুরোধ করেছে।

বরিষ্ঠ মন্ত্রীরা ছাড়াও বাংলাদেশের পুলিশ প্রধান বৈঠকে অংশ নেন। ছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন ও সীমান্তরক্ষা বাহিনীর প্রধানও। এছাড়াও বৈঠকে যোগ দেন বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রধান আধিকারিকরা।