ছবি সৌজন্যে ফেসবুক
ওয়াশিংটন (মার্কিন যুক্তরাষ্ট্র): একের পর এক ব্লগার প্রাণ হারিয়েছেন জঙ্গিদের হাতে। তাঁর বাড়ির সামনেও হাঁটাহাঁটি করছে ইয়ারপিস কানে সন্দেহজনক চেহারার যুবকরা। জঙ্গিদের ওয়েবসাইটে তাঁকে খুনের ফতোয়া জারি করা হয়েছে। অথচ বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছে, তাঁকে নিরাপত্তা দেওয়ার সাধ্য তাদের নেই, বাঁচতে চাইলে বরং ইসলাম ও সরকার নিয়ে কিছু ভাল ভাল কথা লিখুন।
দম বন্ধ করা এই পরিস্থিতিতে বাঁচার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইলেন মুক্তমনা ব্লগার আসিফ এন্তাজ রবি।
জনৈক মানবাধিকার সংগঠনের নিমন্ত্রণে রবি এই মুহূর্তে ওয়াশিংটনে। মার্কিন বিদেশ মন্ত্রকের এক শীর্ষ কর্তার সঙ্গে দেখা করে তিনি দেশের পরিস্থিতি বর্ণনা করেছেন। নিজের ও পরিবারের জন্য আশ্রয় চেয়েছেন তিনি। পাশাপাশি ব্যাখ্যা করেছেন, কীভাবে নিরন্তর মৃত্যুভয় নিয়ে বাংলাদেশে তাঁর মত স্বাধীন মানসিকতার লেখক, সাহিত্যিক ও ব্লগারদের বেঁচে থাকতে হচ্ছে, কতটা আতঙ্কে রয়েছেন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। মুক্তমনা মানুষদের ওপর পর পর নির্মম হামলা মতপ্রকাশের স্বাধীনতাকে হিমঘরে পাঠিয়ে দিয়েছে বলেও তিনি জানিয়েছেন।
মঙ্গলবার বিশ্ব সংবাদ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মানবাধিকার গোষ্ঠীগুলি বাংলাদেশে একের পর এক হত্যা নিয়ে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে স্বাধীন তদন্ত চেয়েছে। ২০১৫-র শুরু থেকে সে দেশে কট্টরপন্থীদের হাতে অন্তত নজন বুদ্ধিজীবী, সাহিত্যিক, শিক্ষাবিদ ও ব্লগারের মৃত্যু হলেও হাসিনা সরকার আশ্চর্যজনকভাবে নিশ্চুপ বলে অভিযোগ করেছে তারা।
জঙ্গিদের হাত থেকে বাঁচতে আমেরিকায় আশ্রয় চাইলেন বাংলাদেশি ব্লগার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 May 2016 05:04 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -