ওয়াশিংটন (মার্কিন যুক্তরাষ্ট্র): মার্কিন প্রেসিডেন্ট পদের লড়াইয়ে রিপাবলিকানদের মধ্যে টিকে রইলেন শুধু ডোনাল্ড ট্রাম্প। দলের মধ্যে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জন কাসিচ লভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। ট্রাম্পের আপাতত লক্ষ, ভাইস প্রেসিডেন্ট পদের জন্য একটি নির্বাচন কমিটি মনোনয়ন করা ও ৮ নভেম্বরের ভোটের আগে রিপাবলিকানদের মধ্যে তাঁর পক্ষে জনসমর্থন বাড়ানো।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজকে হারিয়ে ইন্ডিয়ানা জিতে নিয়েছেন ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে সম্ভবত শেষ লড়াইটা তাঁরই হবে। প্রাক্তন বিদেশ সচিব ক্লিনটন অবশ্য বার্নি স্যান্ডার্সের কাছে ইন্ডিয়ানায় প্রথম পর্যায়ের ভোট হেরেছেন। তবে প্রেসিডেন্ট পদের জন্য দলের মনোনীত প্রার্থী হওয়ার লড়াইয়ে এখনও টিকে রয়েছেন তিনি।
ওহিওর গভর্নর জন কাসিচ আশা করেছিলেন, শেষ পর্যন্ত রিপাবলিকানদের সমর্থন তাঁর দিকেই আসবে। কিন্তু বেশিরভাগ রিপাবলিকানই ট্রাম্পের দিকে ঝুঁকে পড়ায় ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। রিপাবলিকানরা অনেকেই মনে করেন, হিলারিকে হারানোর জন্য ট্রাম্পই তাঁদের সেরা বাজি। নানা বিতর্কিত মন্তব্যের জন্য বেশিরভাগ সময় শিরোনামে থাকা নিউ ইয়র্কের এই বিলিয়নেয়ার ইতিমধ্যেই সাধারণ নির্বাচনে লড়ার জন্য রিপাবলিকান ন্যাশনাল কমিটির সঙ্গে হাত মিলিয়ে ১ বিলিয়ন ডলারের মত অর্থ জোগাড়ের চেষ্টা করবেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ভোট: রিপাবলিকানদের মধ্যে রইলেন শুধু ট্রাম্প
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 May 2016 02:41 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -