ঢাকা: বাংলাদেশে সংখ্যালঘু এবং ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের উপর হামলা বন্ধ করার জন্য ফতোয়া জারি করলেন মুসলিম ধর্মগুরুরা। এই ফতোয়ায় সই করেছেন লক্ষাধিক ধর্মগুরু। তাঁরা সংখ্যালঘুদের হত্যাকে ‘ইসলাম বিরোধী’ আখ্যা দিয়েছেন।
বাংলাদেশ উলেমা কাউন্সিলের প্রধান মৌলানা ফরিদউদ্দিন মাসুদ বলেছেন, ৬২ পাতার এই ফতোয়ায় স্পষ্ট বলা হয়েছে, ইসলামপন্থীরা যা করছে তা ইসলাম বিরোধী। এর ফলে তারা ‘অমরত্ব’ পাবে না, ‘জাহান্নাম’-এর পথে যাবে। অ-মুসলিম, সংখ্যালঘু এবং নাস্তিকদের হত্যা করা ইসলামে নিষিদ্ধ। ‘ইসলামি জিহাদ’-এর নাম করে সন্ত্রাসবাদ আসলে ইসলাম, মুসলিম এবং মানবতার শত্রু।
মৌলানা আরও বলেছেন, বাংলাদেশে একের পর এক নাস্তিক ও ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা শুরু হওয়ার পর চলতি বছরের জানুয়ারি থেকেই ফতোয়া জারি করার প্রস্তুতি শুরু হয়। এতদিনে সেই ফতোয়া জারি হতে চলেছে। ‘মানবতার কল্যাণের জন্য শান্তির ফরমান’ শীর্ষক এই ফতোয়া জারি হবে ১৮ জুন।
গত তিন বছরে বাংলাদেশে অন্তত ৫০ জন নাস্তিক ও সংখ্যালঘুকে খুন করা হয়েছে। চলতি বছরে সংখ্যালঘুদের উপর হামলা বেড়ে গিয়েছে। ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী সাম্প্রতিক হত্যার দায় স্বীকার করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর নির্দেশেই গত কয়েকদিনে দেশজোড়া তল্লাশিতে ১১ হাজার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
তবে মৌলানার মতে, পুলিশ বা সেনা অভিযানের চেয়েও ধর্মগুরুদের ফতোয়া এবং প্রচারেই বেশি কাজ হবে। ইসলামি জঙ্গিদের বোঝাতে হবে, তারা যেটা করছে তার ফলে তারা ‘জন্নত’ নয়, ‘জাহান্নাম’-এ যাবে। তারা যেটা করছে, সেটা ‘জিহাদ’ নয়।
বাংলাদেশে সংখ্যালঘু নিধনের বিরুদ্ধে ফতোয়ায় সই লক্ষাধিক ধর্মগুরুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jun 2016 03:37 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -