ঢাকা : আরও অসুস্থ খালেদা জিয়া (Khaleda Zia)। বিএনপি চেয়ারপারসনের শারীরিক জটিলতা বাড়ছে বলেই সূত্রের খবর। আগের সমস্যাগুলো তো ছিলই। সেই সঙ্গে চিকিৎসকদের নতুন করে ভাবাচ্ছে খালেদার শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণের বিষয়টি। করা হয়েছে, আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর।
অন্যদিকে, বিএনপি নেত্রীর চিকিৎসা যাতে বিদেশে নিয়ে গিয়ে হয়, সে জন্য উত্তাল সমর্থকদের একাংশ। জানা গিয়েছে, সেখানকার ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, সঠিক ও উন্নত চিকিৎসা করাতে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গেলে ভাল। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে BNP। খালেদা জিয়াকে নিয়ে কোনওরকম গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হয়েছে পার্টির তরফে।
খালেদা জিয়া ১৩ নভেম্বর ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তারপর থেকেই তাঁর শারীরীক অবস্থার অবনতির খবর পাওয়া যায়। তিনি সিসিইউতে রয়েছেন। প্রতিনিয়ত তাঁর উপর নজর রাখতে রয়েছে বিশেষ চিকিৎসক দল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ' যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অথবা জার্মানি। এই উন্নত দেশগুলির কোনও একটিতে তাঁর চিকিৎসার দরকার। বিদেশের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে।'
খালেদা পন্থীদের দাবি, সেদেশে আইনের ৪০১ ধারায় উল্লেখ আছে যে, বাংলাদেশে কোনও অপরাধে সাজাপ্রাপ্তকে বিদেশে চিকিৎসার বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে তাদের দাবি, শুধু হাসিনা সরকারই পারে খালেদা মুক্তি দিতে বা সাজা কমিয়ে দিতে, চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে। তাই খালেদার সুচিকিৎসার বিষয়টি এখন অনেকটাই বর্তমান সরকারের উপর নির্ভরশীল। তবে বাংলাদেশ সংবাদমাধ্যমে দাবি, সেদেশের হাসপাতালে এই রোগের সুচিকিৎসা নেই বলেই জানা গিয়েছে।
অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সোমবার হাজার হাজার সমর্থক বিরোধিতা করে। বিক্ষোভকারীরা সরকারের কাছে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান। পুলিশ (Bangladesh Police ) থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে। সারা দেশে চূড়ান্ত সতর্কতা জারি আছে।