ঢাকা: ঢাকা ও কিশোরগঞ্জে হামলার ঘটনায় দেশীয় জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনই (জেএমবি) দায়ী। ফের দাবি বাংলাদেশ পুলিশের।


ঢাকার হোলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় আইএস-যোগের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছে তারা। বাংলাদেশ পুলিশের আইজি একেএম শাহিদুল হক জানিয়েছেন, ঢাকার হামলায় মৃত পাঁচ জঙ্গিই জামাত সদস্য। পুলিশের কাছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল। বেশ কয়েকদিন ধরেই পুলিশ তাদের খুঁজছিল।

গত ১ জুলাই, ঢাকার গুলশানে হোলি আর্টিসান বেকারিতে হামলা চালায় সাত সশস্ত্র জঙ্গি। সেখানে ১৭ বিদেশি সমেত ২২ জন মারা যান। পুলিশ-সোনার যৌথ অভিযানে ৬ জঙ্গির নিধন হয়। একজন ধরা পড়ে। এর ঠিক ৬ জিন পরে কিশোরগঞ্জে ইদের জমায়েতে হামলা চালায় একদন জঙ্গি। সেখানে ৩ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ পুলিশ প্রধানের দাবি, কিশোরগঞ্জে হামলার ঘটনায় ধৃত এক সন্দেহভাজন স্বীকার করেছে, তাদের সঙ্গে ঢাকার হামলাকারীদের যোগাযোগ ছিল। তবে, বাংলাদেশের কিছু নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, হতে পারে আইএস এই হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল না। কিন্তু, এটা কারও আজানা নয় যে, জেএমবি-র সঙ্গে আইএস-এর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। উপর্যুপরি, বাংলাদেশে আইসিস-এর লোকাল এজেন্ট হিসেবেও কাজ করে জেএমবি বলে দাবি করেন ওই বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, জেএমবি-র সঙ্গে যেমন আইএস-ঘনিষ্ঠতা রয়েছে, তেমনই আল-কায়দার প্রতি আসক্ত সেদেশের আরেক জঙ্গি সংগঠন আনসারুল ইসলাম বাংলাদেশ (এবিটি)।