ঢাকা: বেআইনি অনুপ্রবেশ ও বসবাসের দায়ে বাংলাদেশে জেল হওয়া শীর্ষ দাউদ ইব্রাহিম-সঙ্গী দাউদ মার্চেন্টকে হাতে পেতে চলেছে ভারত। কারাবাসের সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মার্চেন্টকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল সন্ধ্যায় ঢাকা সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে আসে সে।

ঘটনাচক্রে ১৯৯৭ সালে মিউজিক ক্যাসেট কোম্পানি টি সিরিজ-এর কর্ণধার গুলশন কুমার হত্যার দায়ে ২০০২ সালে ‘ভাড়াটে খুনি’ মার্চেন্টকে দোষী ঘোষণা করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ভারতের আদালত।

আরও পড়ুন: কাঠমাণ্ডুতে গ্রেফতার দাউদের ঘনিষ্ঠ শাগরেদ রবিরাজ

মার্চেন্ট অবশ্য দোষী ঘোষণার রায়ের বিরুদ্ধে আবেদন করে। মুম্বইয়ে পরিবারের সঙ্গে দেখা করার জন্য ২০০৯ এর এপ্রিলে প্যারোলে ছাড়া পেয়ে গা ঢাকা দেয় সে। তবে সে বছরই বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার মৌরেলে জনৈক কমল মিঁয়ার বাড়ি থেকে ধরা পড়ে সেখানে গা ঢাকা দিয়ে থাকা মাফিয়া ডন দাউদের এই ডান হাত। বাংলাদেশে বেআইনি ভাবে ঢোকা ও বসবাসের দায়ে তার ৫ বছরের জেল হয়। ২০১৪-য় সাজার মেয়াদ ফুরোলে ছাড়া পায় মার্চেন্ট। তবে ‘সন্দেহজনক গতিবিধি’-র জন্য অভিযুক্তদের ক্ষেত্রে চালু আইনে তাকে ফের তিন বছর আটক রাখা হয়।

আরও পড়ুন: সার্জিক্যাল স্ট্রাইকের আতঙ্কে পাকিস্তানে নিরাপত্তা বেড়েছে দাউদের, বদল ঠিকানাও

গত জানুয়ারিতে তাকে প্রত্যর্পণের মাধ্যমে ভারতের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছিল শেখ হাসিনা সরকার।