হাসিনাকে খুনের ছক দেহরক্ষীদের? 'ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত' খবর, জানাল তাঁর দপ্তর
Web Desk, ABP Ananda
Updated at:
24 Sep 2017 08:18 PM (IST)
NEXT
PREV
ঢাকা: গত মাসে শেখ হাসিনাকে খুনের ছক কষেছিল তাঁরই দেহরক্ষীরা, মিডিয়ার একাংশে বেরনো এমন খবর 'পুরোপুরি ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত' বলে দাবি করে বিবৃতি দিয়ে খারিজ করা হল তাঁর দপ্তর থেকে।
সংবাদ সংস্থা এএফপি-র খবর, ডেপুটি প্রেস সচিব মহম্মদ আশরাফুল আলম জানান, গত ২৪ আগস্ট হাসিনার স্পেশাল সিকিউরিটি বাহিনীর অফিসাররা তাঁকে হত্যার চক্রান্ত করেছিলেন বলে গুজব ছড়ানো হয়েছে। এটা পুরোপুরি অতিরঞ্জিত, তাঁদের দেশের পক্ষে ক্ষতিকর বলেও জানান তিনি।
বাংলাদেশের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থাও এ সম্পর্কে আগে বেরনো খবর না ব্যবহার করে পরামর্শ দেয় তাদের গ্রাহকদের। বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল, হাসিনাকে খুনের ষড়যন্ত্রে সামিল তাঁর দেহরক্ষীরা, সঙ্গে কট্টর ইসলামপন্থীরা।
যদিও শাসক আওয়ামি লিগের উপ নেতা ও প্রভাবশালী মন্ত্রী ওবেইদুল কাদের সাংবাদিকদের সঙ্গে আলাদা সাক্ষাত্কারে জানান, প্রধানমন্ত্রীকে খুনের চক্রান্ত হয়েছিল, যাতে যুক্ত ছিল স্থানীয় ও বিদেশি কিছু গোষ্ঠী। যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
প্রসঙ্গত, ২০০৪ সালে হাসিনাকে টার্গেট করেছিল ইসলামি কট্টরপন্থীরা। তিনি তখন বিরোধী নেত্রী। তাঁর রাজনৈতিক সমাবেশে গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। তিনি প্রাণে বেঁচে গেলেও ২২ জন নিহত হন। ক্ষমতায় আসার পর থেকে নিয়মিত ধর্মীয় মৌলবাদীদের প্রতি কঠোর অবস্থান নেওয়ায় তাদের চক্ষুশূল হন তিনি।
ঢাকা: গত মাসে শেখ হাসিনাকে খুনের ছক কষেছিল তাঁরই দেহরক্ষীরা, মিডিয়ার একাংশে বেরনো এমন খবর 'পুরোপুরি ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত' বলে দাবি করে বিবৃতি দিয়ে খারিজ করা হল তাঁর দপ্তর থেকে।
সংবাদ সংস্থা এএফপি-র খবর, ডেপুটি প্রেস সচিব মহম্মদ আশরাফুল আলম জানান, গত ২৪ আগস্ট হাসিনার স্পেশাল সিকিউরিটি বাহিনীর অফিসাররা তাঁকে হত্যার চক্রান্ত করেছিলেন বলে গুজব ছড়ানো হয়েছে। এটা পুরোপুরি অতিরঞ্জিত, তাঁদের দেশের পক্ষে ক্ষতিকর বলেও জানান তিনি।
বাংলাদেশের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থাও এ সম্পর্কে আগে বেরনো খবর না ব্যবহার করে পরামর্শ দেয় তাদের গ্রাহকদের। বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল, হাসিনাকে খুনের ষড়যন্ত্রে সামিল তাঁর দেহরক্ষীরা, সঙ্গে কট্টর ইসলামপন্থীরা।
যদিও শাসক আওয়ামি লিগের উপ নেতা ও প্রভাবশালী মন্ত্রী ওবেইদুল কাদের সাংবাদিকদের সঙ্গে আলাদা সাক্ষাত্কারে জানান, প্রধানমন্ত্রীকে খুনের চক্রান্ত হয়েছিল, যাতে যুক্ত ছিল স্থানীয় ও বিদেশি কিছু গোষ্ঠী। যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
প্রসঙ্গত, ২০০৪ সালে হাসিনাকে টার্গেট করেছিল ইসলামি কট্টরপন্থীরা। তিনি তখন বিরোধী নেত্রী। তাঁর রাজনৈতিক সমাবেশে গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। তিনি প্রাণে বেঁচে গেলেও ২২ জন নিহত হন। ক্ষমতায় আসার পর থেকে নিয়মিত ধর্মীয় মৌলবাদীদের প্রতি কঠোর অবস্থান নেওয়ায় তাদের চক্ষুশূল হন তিনি।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -