ঢাকা: উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ। একইসঙ্গে মৃতের সংখ্য়ায় নয়া রেকর্ড। সোমবার থেকে লকডাউন ঘোষণা বাংলাদেশ সরকারের। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এক সপ্তাহের জন্য জারি করা হচ্ছে লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না বলে কড়া নির্দেশ সরকারের।


গতকাল, শুক্রবার রাতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে শেখ হাসিনার সরকার। বাংলাদেশে প্রেস ইনফোরমেশন ব্যুরো জানিয়েছে, গত বছর মার্চ মাসের পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার মৃতের সংখ্যায় নয়া রেকর্ড তৈরি হল। তাই সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে দেশে মৃতের সংখ্যা ১০৮। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। শেষ পাওয়া খবর অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৭৮ হাজার ৮০৪। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯৭৬।  


প্রেস ইনফোরমেশন ব্যুরো অব বাংলাদেশ বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৮ জুন থেকে লকডাউন জারি করা হবে। একইসঙ্গে কোভিড সংক্রান্ত নয়া বিধির কথাও ঘোষণা করেছে সেদেশের সরকার। সরকার জানিয়েছে, সরকারি, আধা সরকারি সহ বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোতে পারবেন না। বাইরে বেরোনোর ক্ষেত্রে সঙ্গত কারণ দেখাতে হবে বলেও জানিয়েছে সরকার। একমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। উল্লেখ্য, সংক্রমণ বৃদ্ধির জেরে ইতিমধ্যেই ফেরি পরিষেবা, রেল পরিষেবা সহ গণ পরিবহণ বন্ধ করা হয়েছে।


চলতি সপ্তাহে ঢাকার আশপাশের সাতটি জেলায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। সংক্রমণ বৃদ্ধির জেরে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করা হয়। বন্ধ করে দেওয়া ঢাকা থেকে বিভিন্ন জেলায় বাস পরিষেবা। সংক্রমণের জেরে বুধবার মধ্যরাত থেকে বন্ধ করা হয়েছে লোকাল ট্রেন পরিষেবাও।  মঙ্গলবার বাংলাদেশ রেলের পক্ষ থেকে একটি বিবৃতি জারি এই কথা জানানো হয়। রেলের এক আধিকারিক বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে পরিষেবা।