ওয়াশিংটন: বারাক ওবামা হলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি প্রথমবারের জন্য হোয়াইট হাউসে দীপাবলী পালন করেছিলেন ২০০৯ সালে। এবারও বারাক ওবামা দীপাবলী পালন করলেন হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রথমবারের জন্যে প্রদীপ জ্বালিয়ে। তাঁর আশা, ভবিষ্যতে তাঁর উত্তরসূরীরাও এই ঐতিহ্য বজায় রাখবেন।
প্রসঙ্গত, রবিবার ওবামা প্রথমবারের জন্যে হোয়াইট হাউসের ওভাল অফিসে সেখানকার ইন্দো-আমেরিকান আধিকারিকদের সামনে প্রদীপ জ্বালিয়ে আবেগাচ্ছন্ন হয়ে পড়েন । সেই মুহূর্তের ছবি তিনি নিজেই টুইটার ও ফেসবুক পেজে শেয়ারও করেছেন।
ফেসবুকে এই ছবি পোস্ট করার পর ওবামা জানান, তিনি গর্বিত বোধ করেন দীপাবলী পালনের এই ঐতিহ্য প্রথমবারের জন্যে ২০০৯ সালে চালু করতে পেরে। তিনি একথাও উল্লেখ করতে ভোলেননি, মুম্বইয়ে তাঁকে এবং স্ত্রী মিশেলকে যেভাবে সেখানকার ভারতীয়রা গ্রহণ করেছিলেন, তা ভেবে আজও তিনি নস্ট্যালজিক হয়ে পড়েন। সেবার ভারতীয়দের সঙ্গে নাচ-গানও করেছিলেন স্বস্ত্রীক ওবামা।
হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রদীপ জ্বালিয়ে ওবামা মূলত দীপাবলীর আসল বার্তাটাই মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। কার্যত, আলো জ্বালিয়ে অন্ধকার, যা কিছু অশুভ তাকেই সরিয়ে রাখা যায়, আর সেই বার্তাই সকলের কাছে পৌঁছে দিতে চেয়েছেন ওবামা।বিশ্ববাসীকে ওবামা তাঁর ও তাঁর পরিবারের তরফে দীপাবলীর শুভেচ্ছাও জানিয়েছেন।
ওভাল অফিসে প্রথমবার প্রদীপ জ্বালিয়ে দীপাবলী পালন ওবামার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2016 11:51 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -