জাপানে পরমাণু বোমা ফেলার জন্য ক্ষমা চাইবে না আমেরিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2016 07:21 AM (IST)
টোকিও: যুদ্ধের সময় নেতারা সবরকম সিদ্ধান্ত নিয়ে থাকেন। ঠিক এই কথা বলেই হিরোসিমায় বোমা ফেলার জন্য জাপানের কাছে ক্ষমা চাওয়ার প্রস্তাব উড়িয়ে দিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজে জানিয়েছেন এ কথা। জাপানি এক সংবাদমাধ্যম এ ব্যাপারে প্রশ্ন করলে ওবামা জানিয়ে দেন, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, কারণ, বুঝতে হবে, তখন যুদ্ধ চলছিল। আর যুদ্ধের সময় নেতাদের সবরকম সিদ্ধান্ত নিতে হয়। তাঁর কথায়, কোনও বিষয় নিয়ে গবেষণা বা প্রশ্ন করা ইতিহাসবিদদের কাজ। কিন্তু হোয়াইট হাউসে গত সাড়ে সাত বছর কাটিয়ে তিনি বুঝেছেন, প্রত্যেক দেশনেতাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, বিশেষ করে যখন যুদ্ধ চলছে। ফলে হিরোসিমার ঘটনার জন্য এখন তাঁর ক্ষমা চাওয়া নিষ্প্রয়োজন। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই সপ্তাহেই ওবামা হিরোসিমা সফরে যাচ্ছেন।