ঢাকা: বিতর্কিত ধর্মগুরু জাকির নায়েকের ‘পিস টিভি’-র সম্প্রচারকে নিষিদ্ধ করার ২৪-ঘণ্টার মধ্যে চ্যানেলের ডাউনলিঙ্ক অনুমতিও বাতিল করল শেখ হাসিনা সরকার।


সংবাদসংস্থা সূত্রে দাবি, বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এদিন পিস টিভি-র ডাউনলিঙ্কের অনুমতি প্রত্যাহার করার নির্দেশ দেয়। চ্যানেল সম্প্রচারের জন্য এই ডাউনলিঙ্ক অনুমতির প্রয়োজন হয়। এদিন মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, সংসদীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ডাউনলিঙ্কের নিয়মাবলি লঙ্ঘন করার জন্য পিস টিভি-র ডাউনলিঙ্ক অনুমতি প্রত্যাহার করা হয়।

প্রসঙ্গত আইনশৃঙ্খলা বিষয়ক সংসদীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গতকালই পিস টিভি-র সম্প্রচারে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে দাবি, গত বছর ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট করেছিল গুলশনে হামলাকারী জঙ্গি তথা আওয়ামি লিগের নেতার ছেলে রোহন ইমতিয়াজ। ওই পোস্টে সে জাকির নায়েকের প্রসঙ্গ উল্লেখ করেছিল।

এই প্রেক্ষাপটে রবিবার জরুরী বৈঠকে বসে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বিষয়ক সংসদীয় কমিটি। সেই বৈঠকেই বাংলাদেশের জাকির নায়কের চ্যানেল পিস টিভি বাংলা-কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান জানান, ঢাকা হামলায় আদতে মুম্বই-নিবাসী নায়েকের ঠিক কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলি।

পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে, বাংলাদেশে জাকিরের যাবতীয় অর্থনৈতিক লেনদেনের খতিয়ান। শুধু বাংলাদেশই নয়, জাকিরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভারতও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বহু অভিযোগ জমা পড়েছে, যেখানে বলা হয়েছে, সাধারণ মানুষের মধ্যে কট্টরপন্থাকে সঞ্চারিত করতে বিদেশ থেকে নিয়মিত অনুদান পেয়েছে জাকির।