নাইরোবি: কেনিয়া সফরে গিয়ে দেশের আর্থিক বৃদ্ধির হার ৮ শতাংশের বেশি করার লক্ষ্যমাত্রার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, বর্তমান সময়ে যখন সারা বিশ্বে আর্থিক মন্দা চলছে, তখন একমাত্র ভারতের আর্থিক অবস্থাই ভাল। ১ কোটি ২৫ লক্ষ ভারতীয়র সংকল্প, ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের ফলেই দেশের উন্নতির পথে এগিয়ে যাওয়ার চালিকাশক্তি। সাধারণ মানুষের জীবনের মানের উন্নতি করাই তাঁর সরকারের লক্ষ্য।

 

কেনিয়ায় প্রায় ৮০ হাজার ভারতীয় বংশোদ্ভুত বাস করেন। তাঁদের একটা বড় অংশকেই ব্রিটিশ শাসনের সময় রেল পথ তৈরির কাজ করার জন্য নিয়ে আসা হয়েছিল। কিছু মানুষ আবার ব্যবসা করার জন্য ভারত থেকে কেনিয়ায় আসেন। তাঁদের সামনে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি ধরে রাখার জন্য তাঁদের প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী।

 

ভারতের যুব সমাজের প্রশংসা করে মোদী বলেছেন, দেশে ৮০ কোটি যুবক রয়েছেন। তাঁরা প্রত্যেকেই বুদ্ধিমান। ভারতের যুবকরা মাটিকেও সোনায় পরিণত করার ক্ষমতা ধরেন। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও নিজেদের দক্ষতা প্রমাণ করছেন ভারতীয় যুবকরা। তাঁদের জন্যই ‘স্টার্ট আপ ইন্ডিয়া’ নামে একটি প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার।

 

কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা আগাম ঘোষণা ছাড়াই এই অনুষ্ঠানে হাজির হন। তিনি ভারতের প্রধানমন্ত্রীকে সেদেশে স্বাগত জানান। তাঁকে উদ্দেশ্য করে মোদী বলেন, বিশ্ব উষ্ণায়ন এবং সন্ত্রাসবাদই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সমস্যা।

 

আজ কেনিয়াত্তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর নাইরোবি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলাপচারিতার পর ভারতে ফিরবেন প্রধানমন্ত্রী।