রোম: বার্লিনে ক্রিসমাসের বাজারে ট্রাক নিয়ে ১২ জনকে পিষে মারার ঘটনায় মূল অভিযুক্ত তিউনিশীয় যুবক আনিস আমরিকে মিলানে গুলি করে হত্যা করা হয়েছে। এমনই দাবি করেছে ইতালীয় সংবাদমাধ্যম।


এদিন ইতালির অভ্যন্তরীণ মন্ত্রী মার্কো মিন্নিতি এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। খবরে প্রকাশ, রুটিন গাড়ি পরীক্ষা করতে রাত তিনটে নাগাদ আনিসের গাড়ি থামানো হয়।


অভিযোগ, সঙ্গে সঙ্গে পিস্তল বের করে আনিস। এরপরই পুলিশের সঙ্গে তার গুলিযুদ্ধ বেধে যায়। ক্ষণিক পরই, পুলিশের গুলিতে সেখানেই মারা যায় আনিস।


প্রসঙ্গত, সোমবারের হামলার ঘটনার পর থেকেই পলাতক ছিল আনিস। জানা গিয়েছে, ২০১১ সালে তিউনিসিয়া থেকে ইতালিতে ঢোকে আনিস। কিছুদিনের মধ্যেই উদ্বাস্তু শিবিরে আগুন লাগানোর অভিযোগে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল।


২০১৫ সালে মুক্তি পাওয়ার পর ইতালি থেকে জার্মানিতে যায় আনিস।