ওয়াশিংটন: ২৭ বছরের বিবাহিত জীবনে ইতি টানলেন বিল ও মেলিন্ডা গেট্স। সোশ্য়াল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা করলেন দম্পতি। এদিন নিজ নিজ ট্যুইটার হ্যান্ডলে একই বার্তা শেয়ার করেন বিল ও মেলিন্ডা।


সেখানে বলা হয়, "সম্পর্ককে টিকিয়ে রাখতে অনেক চিন্তাভাবনা এবং বহু প্রচেষ্টা সত্ত্বেও আমরা আমাদের বৈবাহিক জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। গত ২৭ বছর ধরে আমরা তিন সন্তানকে মানুষ করে তুলেছি। পাশাপাশি এমন একটা সংগঠন গড়ে তুলেছি, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ সুস্থ ও দিশাপূর্ণ জীবন অতিবাহিত করতে পারেন। আমরা বিশ্বাস করি, সেই লক্ষ্যের জন্য আমরা ফাউন্ডেশনে একসঙ্গে কাজ করব। তবে, একইসঙ্গে এ-ও বিশ্বাস করি, জীবনের পরবর্তী ধাপে দম্পতি হিসেবে আর একসঙ্গে থাকতে পারব না। সকলের কাছে অনুরোধ, আমাদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখতে দিন এবং আমাদের একান্তে ছেড়ে দিন যাতে এই নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারি।"


-- মেলিন্ডা গেট্স ও বিল গেট্স