লাহৌর জেলে মৃত কৃপালের দেহ ভারতের হাতে তুলে দিল পাকিস্তান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Apr 2016 01:41 PM (IST)
NEXT
PREV
লাহৌর: চরবৃত্তির অভিযোগে ২৫ বছর জেলে কাটানো মধ্যবয়স্ক এক ভারতীয় নাগরিকের রহস্যজনক ভাবে মৃত্য হয় পাকিস্তানের জেলে। ময়না তদন্তের পর তার দেহ আজ তুলে দেওয়া হয় ভারতের হাতে। ১৯৯২ সালে ওয়াগা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ার অভিযোগে কৃপাল সিংহকে গ্রেফতার করা হয়। পাক পঞ্জাব প্রদেশে সিরিয়াল বিস্ফোরণ মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সোমবার কোটলাখপাল জেলে তার মৃত্যু হয়। ময়না তদন্তের পর তাঁর দেহ ভারতের হাতে তুলে দেওয়া হয়। লাহৌরের উচ্চ আদালত তাঁকে বিস্ফোরণকাণ্ডে অব্যহতি দিলেও কোনও এক অজ্ঞাত কারণে তাঁর মৃত্যুদণ্ডের সাজা প্রত্যাহার করা হয়নি।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -