লাহৌর: সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিবাদের মর্মান্তিক পরিণতি। সম্পত্তি চাওয়ায় বোনের পা কেটে দিল ভাইয়েরা। নৃশংস এই ঘটনা পাকিস্তানের পঞ্জাব প্রদেশের খানেওয়াল শহরের। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে প্রথমে খানেওয়াল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে মুলতানের নিশতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলা কৃষিকাজ করেন। তিনি ভাইদের কাছ থেকে পৈত্রিক সম্পত্তির ভাগ চাইতেই শুরু হয় বিবাদ। ভাইয়েরা সম্পত্তির ভাগ দিতে রাজি না হওয়ায় ওই মহিলা আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন। এরপরেই ধারাল অস্ত্র দিয়ে তাঁর পা কেটে দেয় ভাইয়েরা। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সম্পত্তির দাবিতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি, পাকিস্তানে মহিলার পা কেটে দিল ভাইয়েরা
Web Desk, ABP Ananda
Updated at:
08 Apr 2018 01:05 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -