ইসলামাবাদ: অস্ত্র কিনতে এবার রাশিয়ার দ্বারস্থ পাকিস্তান। যুদ্ধবিমান, ব্যাটল ট্যাঙ্ক সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা করছে পাকিস্তান। মস্কোর কাছ থেকে অস্ত্র ক্রয়ে পাকিস্তানের এই আগ্রহের বিষয়টি জানিয়েছেন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী খুররম দস্তগীর খান। রাশিয়ার সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, আমাদের আগ্রহ এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে। আমরা বিভিন্ন ধরনের রুশ অস্ত্র প্রযুক্তির ব্যাপারে আগ্রহী। আমরা এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে কথা বলছি। আলোচনা শেষ হলে এ ব্যাপারে ঘোষণা করা হবে।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, দীর্ঘ মেয়াদি চুক্তিতে পাকিস্তান রাশিয়ার কাছ থেকে টি-২০ ট্যাঙ্ক কিনতেও আগ্রহী। এককালীন চুক্তিতে নয়, বরং দীর্ঘমেয়াদি চুক্তিতে এই ট্যাঙ্ক কিনতে চায় পাকিস্তান।
খান জানিয়েছেন, রাশিয়ার সু-৩৫ যুদ্ধবিমান ক্রয় নিয়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কয়েক বছরের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত চুক্তি হতে পারে।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, পাকিস্তান ও রাশিয়া- উভয় দেশই স্থিতিশীল ও গণতান্ত্রিক আফগানিস্তানের পক্ষে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কিনতে রাশিয়ার সঙ্গে আলোচনা চালাচ্ছে পাকিস্তান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Apr 2018 10:07 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -