লন্ডন: ‘মহিলাদের স্থান রান্নাঘরে’। আন্তর্জাতিক নারী দিবসে এই ট্যুইট করে বিতর্কে জড়াল মার্কিন বহুজাতিক রেস্তোরাঁ বার্গার কিংয়ের ব্রিটিশ শাখা। পরে ওই ট্যুইট মুছে দিয়ে ক্ষমা চেয়েছে সংস্থাটি। তবে তাতে বিতর্ক থামছে না। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এরকম মানসিকতার তীব্র নিন্দা করেছেন।

Continues below advertisement



রান্না সংক্রান্ত স্কলারশিপের প্রচার করার উদ্দেশে বার্গার কিংয়ের পক্ষ থেকে ট্যুইট করা হয়, ‘মহিলাদের স্থান রান্নাঘরে।’ এরপরেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে সেই ট্যুইট মুছে সংস্থার পক্ষ থেকে ফের ট্যুইট করা হয়, ‘আমরা আপনাদের কথা শুনেছি। আমরা শুরুতে যে ট্যুইট করেছিলাম, সেটির বক্তব্য ঠিক ছিল না। এর জন্য আমরা দুঃখিত। ব্রিটেনের রান্নাঘরগুলিতে পেশাদার রাঁধুনিদের মধ্যে মাত্র ২০ শতাংশ মহিলা। আমরা এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম। রান্না সংক্রান্ত স্কলারশিপের মাধ্যমে আমরা ব্রিটেনের রান্নাঘরগুলিতে মহিলাদের উপস্থিতি বাড়াতে চেয়েছি। পরেরবার আমরা এই কাজ আরও ভালভাবে করব। আমরা ক্ষমা চেয়ে নেওয়ার পর প্রথম ট্যুইটটি মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা জানতে পেরেছি, অনেকেই অবমাননাকর মন্তব্য করেছেন। আমরা তার জন্য জায়গা ছেড়ে দিতে পারি না।’



ট্যুইটার ব্যবহারকারীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ করলেও, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত সংবাদপত্রে পাতাজোড়া বিজ্ঞাপনেও বার্গার কিংয়ের পক্ষ থেকে বলা হয়, ‘মহিলাদের স্থান রান্নাঘরে’। সে কথা উল্লেখ করেই অনেকে এই সংস্থার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন।