মেলবোর্ন: ভেড়ার মাংসের বিজ্ঞাপনে গণেশকে ব্যবহার করা নিয়ে হিন্দু সংগঠনগুলির আপত্তি খারিজ করল অস্ট্রেলিয়ার বিজ্ঞাপন নিয়ন্ত্রক ব্যুরো।
গতমাসে মিট অ্যান্ড লাইভস্টক অস্ট্রেলিয়া (এমএলএ) ল্যাম্ব রোস্টের একটি বিজ্ঞাপন প্রকাশ করে। সেখানে দেখা যায়, হিন্দু দেবতা গণেশ সহ বিভিন্ন ধর্মের পূজীতরা একসঙ্গে বসে ভোজন করছেন।
বিজ্ঞাপনে হিন্দু ভাবাবেগকে আঘাত করা হয়েছে, অভিযোগ করে বিজ্ঞাপনটি প্রত্যাহার করার দাবি তোলে অস্ট্রেলিয়ার বিভিন্ন হিন্দু সংগঠন। কিন্তু যাবতীয় অভিযোগ ও আপত্তি উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
সেদেশের অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড ব্যুরোর তরফে জানানো হয়েছে, বিজ্ঞাপনে কোনওভাবেই একটি চরিত্রকে আলাদাভাবে খাটো করে বা তাঁর অবমাননা করা হয়নি। এমনকী, সমষ্টিগতভাবেও, বিজ্ঞাপনটি এমনভাবে ব্যবহৃত হয়নি যাতে চরিত্রগুলির কোনও অপমান হয়।
ব্যুরোর দাবি, এই বিজ্ঞাপনের মাধ্যমে কোনও উস্কানি, ঘৃণা বা বিদ্বেষ ছড়ানো হয়নি। বিজ্ঞাপনে কোনওভাবেই বৈষম্য, অন্ধবিশ্বাস, আপত্তিকর বা নিন্দনীয় বিষয়বস্তুকে সমর্থন করা হয়নি। উল্টে এই বিজ্ঞাপনের মাধ্যমে ধর্মীয় সংহতি তুলে ধরা হয়েছে।
একইভাবে, এমএলএ-র তরফে দাবি করা হয়, বিজ্ঞাপনটি পুরোপুরিই কৌতুক-ভাবনাচিন্তায় তৈরি। এটি সম্পূর্ণরূপে কাল্পনিক। বিজ্ঞাপনের মর্মার্থ হল—যখন ধর্মীয় বহুত্ববাদ নিয়ে বিস্তর তর্ক-বিতর্ক চলছে, সেখানে সামান্য ভেড়ার মাংস সকলকে এক ভোজনের টেবিলে এনে হাজির করেছে।
নিজেদের স্বপক্ষে এমএলএ আরও জানিয়েছে, হিন্দু ধর্মে মাংস খাওয়া নিষিদ্ধ নয়। তারা এ-ও জানে, হিন্দুধর্মে গো-মাংস খাওয়ার ওপর বিধিনিষেধ থাকলেও, ভেড়া সেই তালিকার অন্তর্ভুক্ত নয়। তারা এ-ও জানিয়েছে, বিজ্ঞাপনে এটাও দেখানো হয়নি যে, গণেশ মাংস খাচ্ছেন। ফলে, এখানে আপত্তিকর কিছু নেই।