ওটোয়া: নিজের কন্যা সন্তানদের পর্নোগ্রাফি ও দেহব্যবসায় ব্যবহারের জন্যে তাদের ওপর যৌন হেনস্থা চালানোর অভিযোগ তাদেরই মায়ের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কানাডার ওটোয়ায়। ৩৩ বছর বয়সি সেই মহিলা শুধুমাত্র তাঁর কিশোরী মেয়ের ওপরই এই অত্যাচার চালাতেন না। পর্নোগ্রাফি ও দেহব্যবসায় নিজের চার বছরের শিশুকন্যাকেও ব্যবহার করতেন। তার ওপরও চলেছে যৌন হেনস্থা। এছাড়াও বেশি আয়ের জন্যে নিজের সন্তানদের খোলামেলা ছবি তুলে বিভিন্ন পর্ন সাইটেও বিক্রি করে দিতেন ওই মহিলা। শিশু ও কিশোরীর সুরক্ষার কথা ভেবে অভিযুক্ত মহিলার পরিচয় গোপন রেখেছে নায়াগ্রা পুলিশ। তাঁকে শিশুদের ওপর যৌন হেনস্থা চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলাই ওই দুই কন্যার জন্মদাত্রী মা। প্রসঙ্গত, ওই মহিলার বিরুদ্ধে বছর ছয়েক আগেও একবার তাঁর বড় মেয়ের ওপর যৌন হেনস্থা চালানোর অভিযোগ আনা হয়েছিল। সেই সময় ওই কিশোরীর বয়স ছিল মাত্র বারো বছর। এখন তিনি তাঁর চার বছরের ছোট মেয়েকেও ছাড়েননি, নিজের ব্যবসায়িক লাভের জন্যে। শিশু পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও পাঁচ ব্যক্তিকেও গ্রেফতার করেছে কানাডা পুলিশ।