বেজিং: ফ্রান্স, ব্রিটেনের সমর্থন নিয়ে আমেরিকা পাকিস্তানের মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বিশ্ব সন্ত্রাসবাদী তকমা দিতে খসড়া প্রস্তাব পেশ করায় পাল্টা চিনের। আমেরিকার এহেন উদ্যোগে বিষয়টি শুধু জটিলই হয়ে উঠবে বলে অভিমত জানিয়েছে তারা।
চিন আজহারকে নিরাপত্তা পরিষদের ১২৬৭ আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটির আওতায় কালো তালিকাভুক্ত করার প্রস্তাব হোল্ড বা আটকে রাখার দু সপ্তাহ বাদে আমেরিকা পাকিস্তানে আশ্রয় পাওয়া জইশ প্রতিষ্ঠাতার বিরুদ্ধে নতুন করে সক্রিয় হয়েছে। কিন্তু চিনের দাবি, আমেরিকা ‘জোরজবরদস্তি’ আজহারের বিরুদ্ধে প্রস্তাব পেশ করে নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব খর্ব করছে, লঘু করে দিচ্ছে।
এ ব্যাপারে প্রশ্নের উত্তরে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শ্যুয়াং সাংবাদিক বৈঠকে ওয়াশিংটনের পদক্ষেপে পরিস্থিতি শুধু জটিলই হবে বলে অভিমত প্রকাশ করেন। বলেন, ইস্যুটি আলোচনা, কথাবার্তার মাধ্যমে মিটিয়ে ফেলার প্রস্তাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রধান সন্ত্রাসবাদ বিরোধী প্রতিষ্ঠান হিসাবে কমিটির কর্তৃত্ব, ক্ষমতা লঘু করা হয়েছে, যা তার ঐক্যের পক্ষে সহায়ক নয়, শুধু বিষয়টিকে জটিল করে তুলবে। আমরা সাবধানতার সঙ্গে পা ফেলে জোর করে খসড়া প্রস্তাবটি পেশ করা থেকে বিরত থাকার জন্য আমেরিকাকে আবেদন করছি।
আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করতে ‘জোর করে’ প্রস্তাব এনে নিরাপত্তা পরিষদকে খাটো করছে আমেরিকা, পাল্টা চিন
Web Desk, ABP Ananda
Updated at:
28 Mar 2019 03:55 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -