নয়াদিল্লি: পাক-অধিকৃত কাশ্মীর সীমান্তে যৌথ টহলদারি চালাল চিন ও পাকিস্তানের বাহিনী।  পশ্চিম জিয়ানজিয়াং অঞ্চলের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র সীমান্ত প্রতিরক্ষা রেজিমেন্ট চিন ও পাক-অধিকৃত কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সীমান্ত পুলিশ বাহিনীর সঙ্গে এই যৌথ টহল চালাল। চিনের সরকারি পিপলস ডেইলির ইংরেজি ওয়েবসাইটে এই টহলদারির ছবি প্রকাশিত হয়েছে। পিপলস ডেইলি-তে ওই অঞ্চলকে চিন-'পাকিস্তান' সীমান্ত বলে উল্লেখ করা হয়েছে। যদিও জিয়ানজিয়াংয়ের সীমান্ত রয়েছে শুধুমাত্র পাকিস্তানের দখল করা কাশ্মীরের সঙ্গে। এই অঞ্চলকে ভারতীয় ভূখণ্ডের অবিচ্ছেদ্য অঙ্গ বলেই মনে করে নয়াদিল্লি।
চিনও ওই অঞ্চলকে ‘পাক-শাসিত কাশ্মীর’ বলেই উল্লেখ করে। যেমন জম্মু ও কাশ্মীরকে তারা ‘ভারতীয়-শাসিত কাশ্মীর’ বলে উল্লেখ করে। কিন্তু পিপলস ডেইলিতে ওই অঞ্চলকে 'পাকিস্তান' বলে উল্লেখ করেছে।
পাক অধিকৃত কাশ্মীর অঞ্চলে এই যৌথ টহলদারির বিষয়টি আগে স্বীকার করেনি চিন বা চিনের সংবাদমাধ্যম।
বিশেষজ্ঞরা চিনের এই পদক্ষেপকে পাক অধিকৃত কাশ্মীরে তাদের উপস্থিতি আরও জোরাল করার আগ্রহের প্রতিফলন বলে মনে করছেন।
উল্লেখ্য, ভারতের প্রতিবাদ উপেক্ষা করেও চিন জিয়ানজিয়াং থেকে পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে পাকিস্তানের গদর বন্দর পর্যন্ত ৪৬ বিলিয়ন ডলারের করিডর প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে। সাফাই হিসেবে চিন বলেছে, এই করিডর প্রকল্প সম্পূর্ণ বাণিজ্যিক। কাশ্মীর ইস্যুর সঙ্গে এর যোগ নেই। ওই ইস্যুটি একান্তই ভারত ও পাকিস্তানের।
কিন্তু নয়াদিল্লি যে ভূখণ্ডকে নিজেদের অবিচ্ছেদ্য অঙ্গ মনে করে সেই অঞ্চলে পাক-বাহিনীর সঙ্গে যৌথ টহলদারি ভারত ও চিনের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।