বেজিং: নয়ডায় স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি অপো-য় কর্মরত চিনা অফিসারের বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকার প্রতি অসম্মান দেখানোর অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া দিল বেজিং। ভারতে সঠিক ভাবে ইস্যুটির মীমাংসা হবে এবং মোবাইল নির্মাতা সংস্থাটির অধিকার সুরক্ষিত থাকবে বলে আশা প্রকাশ করেছে তারা।

চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাং সাংবাদিক বৈঠকে বলেছেন, সংশ্লিষ্ট সব রিপোর্ট আমাদের নজরে এসেছে। কোম্পানির কর্তারা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা আশা করেন, ভারতে তাঁদের দেশের যেসব কোম্পানি ব্যবসা করছে, যেসব চিনা নাগরিক কর্মসূত্রে সেখানে রয়েছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
অপো-র চিনা পদস্থ কর্তাটি অফিসের দেওয়াল থেকে ভারতের তেরঙা পতাকা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছেন বলে অভিযোগ ওঠায় গতকাল তুমুল বিক্ষোভ দেখানো হয় সেখানে। অপো-র বিরুদ্ধে নিয়ম-রীতি ভঙ্গের অভিযোগও ওঠে।

বিক্ষোভে অপো কর্মীরা ছাড়াও বিশ্ব হিন্দু পরিষদের লোকজনও ছিল বলে খবর। শেষ পর্যন্ত জেলা প্রশাসন ও শ্রম কমিশনারের হস্তক্ষেপের পর চিনা সংস্থাটি ভারতের জাতীয় পতাকার অবমাননার ব্যাপারে নিঃশর্তে ক্ষমা চেয়ে নেয়।

চিনা মুখপাত্রটি বলেন, আশা করি ঠিকমতো বিষয়টি মিটে যাবে। চিন সরকার সর্বদাই বিদেশে ব্যবসা করা নিজের দেশের বাণিজ্য সংস্থা ও তাদের কর্মীদের সংশ্লিষ্ট দেশের আইনকানুন, বিধি, স্থানীয় মানুষের রীতি-প্রথা, ভাবাবেগকে সম্মান করে চলতে বলে।
সেইসঙ্গে লু বলেন, এটাও আমরা আশা করি যে, চিনা কোম্পানি, নাগরিকদের বৈধ অধিকার আইনে সুরক্ষিত থাকবে।