ঘটনা হল, অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অঙ্গ বলে দাবি করে আসছে চিন। সেই অবস্থান থেকেই হলের বক্তব্যে ক্ষোভ জানিয়েছে তারা। চিনের বক্তব্য, মার্কিন পক্ষের বক্তব্য বাস্তবের সঙ্গে চরম অসঙ্গতিপূর্ণ। তারা এও বলেছে, চিন ও ভারত যথেষ্ট পরিণত। নিজেদের বিরোধ নিজেরাই মিটিয়ে দুটি দেশের জনগণের মৌলিক, দীর্ঘস্থায়ী স্বার্থ রক্ষায় সক্ষম। এ ব্যাপারে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ পরিস্থিতি জটিল করেই তুলবে এবং তা চরম দায়িত্বজ্ঞানহীনও।
প্রসঙ্গত, নিয়ন্ত্রণ রেখার আওতায় পড়ছে ৩৪৮৮কিমি ভারত-চিন সীমান্ত। চিনের বক্তব্য, বিরোধ রয়েছে শুধুমাত্র ২ হাজার কিমি নিয়ে, মূলত অরুণাচলকে ঘিরে। তবে ভারতের দাবি, বিতর্কের আওতায় পড়ছে ১৯৬২-র যুদ্ধে চিনের দখল করা আকসাই চিন সমেত গোটা নিয়ন্ত্রণ রেখাই।