বেজিং: কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল ক্রেগ এল হলের অরুণাচল প্রদেশ নিয়ে সাম্প্রতিক মন্তব্যে তীব্র ক্ষোভ জানাল চিন। গত ২৮ এপ্রিল ইটানগরে অরুণাচলের মুখ্যমন্ত্রী কালিখো পুলের সঙ্গে বৈঠকে ক্রেগ বলেন, অরুণাচলকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেই দেখে ওয়াশিংটন। এ ব্যাপারে তাদের কোনও বিভ্রান্তিই নেই। পাল্টা চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত-চিন সীমান্ত বিতর্কে তৃতীয় কোনও পক্ষের দায়িত্বজ্ঞানহীন হস্তক্ষেপ জটিলতা বাড়াবে। এ নিয়ে ওয়াশিংটনের ব্যাখ্যা চাইবে বেজিং, জানিয়েছে চিনা বিদেশমন্ত্রক।
ঘটনা হল, অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অঙ্গ বলে দাবি করে আসছে চিন। সেই অবস্থান থেকেই হলের বক্তব্যে ক্ষোভ জানিয়েছে তারা। চিনের বক্তব্য, মার্কিন পক্ষের বক্তব্য বাস্তবের সঙ্গে চরম অসঙ্গতিপূর্ণ। তারা এও বলেছে, চিন ও ভারত যথেষ্ট পরিণত। নিজেদের বিরোধ নিজেরাই মিটিয়ে দুটি দেশের জনগণের মৌলিক, দীর্ঘস্থায়ী স্বার্থ রক্ষায় সক্ষম। এ ব্যাপারে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ পরিস্থিতি জটিল করেই তুলবে এবং তা চরম দায়িত্বজ্ঞানহীনও।
প্রসঙ্গত, নিয়ন্ত্রণ রেখার আওতায় পড়ছে ৩৪৮৮কিমি ভারত-চিন সীমান্ত। চিনের বক্তব্য, বিরোধ রয়েছে শুধুমাত্র ২ হাজার কিমি নিয়ে, মূলত অরুণাচলকে ঘিরে। তবে ভারতের দাবি, বিতর্কের আওতায় পড়ছে ১৯৬২-র যুদ্ধে চিনের দখল করা আকসাই চিন সমেত গোটা নিয়ন্ত্রণ রেখাই।
অরুণাচল নিয়ে মার্কিন কনসাল জেনারেলের বক্তব্যে তীব্র ক্ষোভ চিনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2016 04:07 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -