স্যান ফ্রান্সিসকো: ইনস্টাগ্রাম হ্যাক করে ফেসবুকের কর্ণধার মার্ক জুকেরবার্গের কাছ থেকে ১০,০০০ মার্কিন ডলার পুরস্কার পেল ফিনল্যান্ডের ১০ বছর বয়সি এক বালক। সে-ই বিশ্বের কনিষ্ঠতম হ্যাকার হিসেবে জুকেরবার্গের মালিকানাধীন সাইট হ্যাক করার জন্য পুরস্কৃত হল।

 

ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার জন্য একটা নির্দিষ্ট বয়স আছে। কিন্তু হেলসিঙ্কির জানি (শেষ নাম প্রকাশ করা হয়নি) নামক এই বালক দেখিয়ে দিয়েছে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট না খুলেই হ্যাক করা সম্ভব। কোড অদল-বদল করে সবার ছবির মন্তব্য মুছে ফেলা যায়।

 

ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে জানি ইনস্টাগ্রামের এই গলদ দেখিয়ে দেওয়ার পরেই তাঁরা সতর্ক হয়েছেন এবং সমস্যা মেটাতে পেরেছেন। মার্চে জানিকে পুরস্কৃত করা হয়েছে।

 

জানির আগে সর্বকনিষ্ঠ হ্যাকার হিসেবে ফেসবুকের কাছ থেকে পুরস্কার পেয়েছিল ১৩ বছরের এক কিশোর। জানি এই পুরস্কার পেয়ে একটি নতুন ফুটবল ও বাইসাইকেল কিনতে চায়। বড় হয়ে কম্পিউটার নিরাপত্তা বিশারদ হিসেবে কাজ করাই তার স্বপ্ন।