সন্ত্রাসবাদী হামলা হতে পারে, পাকিস্তানে কর্মরত নাগরিকদের সাবধান করল চিন
Web Desk, ABP Ananda | 08 Dec 2017 09:09 PM (IST)
বেজিং: পাকিস্তানে তাদের টার্গেট করে সন্ত্রাসবাদী হামলা চালানো হতে পারে। পাকিস্তানে যাওয়া নিজেদের নাগরিকদের এই হুঁশিয়ারি দিল চিন, সাবধানে থাকার পরামর্শ দিল। গোয়েন্দা সূত্রে পাকিস্তানে চিনা নাগরিকদের ওপর সম্ভাব্য হামলার খবর মিলেছে বলে দাবি বেজিংয়ের। ইসলামাবাদের চিনা দূতাবাস তাদের ওয়েবসাইটে জানায়, তাদের কাছে পাকিস্তানে চিনা প্রতিষ্ঠান ও নাগরিকদের ওপর দফায় দফায় হামলার পরিকল্পনা হয়েছে বলে খবর আছে। যদিও বিস্তারিত কিছু জানায়নি। চিনা নাগরিকদের তারা ভিড় এড়ানোর, বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে। প্রসঙ্গত, বিদেশের মাটিতে চিনের উপস্থিতি, প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদী হামলার মুখে চিনা নাগরিকদের পড়ার ঘটনাও বাড়ছে। গত জুনেই ইসলামিক স্টেট সন্ত্রাসবাদী গোষ্ঠী কোয়েটায় দুজন চিনা নাগরিককে অপহরণ, খুনের কথা জানায়। চিন পাকিস্তানে প্রচুর বিনিয়োগ করেছে। সেই সুবাদে কয়েক হাজার চিনা নাগরিক বেজিংয়ের বেল্ট অ্যান্ড রোড কর্মসূচির আওতায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের পরিকাঠামো প্রকল্পে কাজ করছেন। বালুচিস্তান প্রদেশের বন্দর ও রাস্তা তৈরির প্রকল্পগুলিতে প্রায়ই সন্ত্রাসবাদী হামলা হচ্ছে। বেশ কয়েক দশক ধরে পশ্চিম চিনে সংখ্যালঘু উইঘুররা বেজিংয়ের শাসনে নির্যাতিত বোধ করে পাকিস্তান ও আফগানিস্তানের তালিবানকে সমর্থন করছে। পাক সরকার অবশ্য বেজিংকে প্রতিশ্রুতি দিয়েছে, নির্মীয়মাণ ইকনমিক করিডর রক্ষায় ও উত্তরপশ্চিমের উপজাতি অধ্যুষিত চিন-বিরোধী সন্ত্রাসবাদীদের নির্মূল করতে তারা বাহিনী নিয়োগ করবে।