বেজিং: সম্প্রতি আফ্রিকা উপমহাদেশের জাম্বিয়াতে প্রচার চালানো হচ্ছে, চিন থেকে ম্যারিনেট করে ক্যানে করে মানুষের মাংস পাঠানো হচ্ছে। সেই রিপোর্টকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে, জাম্বিয়ায় চিনের রাষ্ট্রদূত দাবি করেন, এটা সম্পূর্ণ চিনের বদনাম করার চেষ্টা চলছে।
তাঁর দাবি এই ধরনের অপপ্রচার একেবারেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববাজারে চিনের ভাবমূর্তি নষ্ট করার জন্যেই এই প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
সারা আফ্রিকা উপমহাদেশ জুড়ে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে, চিনে মানুষের মৃতদেহগুলো ম্যারিনেট করে রাখা হচ্ছে। তারপর তা ক্যানের মধ্যে করে আফ্রিকার বিভিন্ন সুপারমার্কেটে বেচে দিচ্ছে চিন।
যে সূত্র থেকে এধরনের খবর ছড়িয়েছে, সেখানে যারা চিনেতে মাংসের কারখানায় কাজ করে, তাদের দাবি, চিনে এইমুহূর্তে মৃতদেহ সৎকারের জায়গা খুব কমে গেছে। এছাড়াও, চিন বিশ্বের আরও উন্নত ও গুরুত্বপূর্ণ দেশে অন্য মাংস রপ্তানি করার জন্যে সেগুলো সংগ্রহ করে রাখছে। এদিকে অর্থনৈতিকভাবে কম উন্নত আফ্রিকা উপমহাদেশে মানুষের মাংস ম্যারিনেট করে পাঠিয়ে দিচ্ছে চিন।
তবে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত ছবি ছড়িয়ে যাওয়ার পরই বেজিং-এর তরফে দাবি করা হয়, এই খবরটি সম্পূর্ণ অসত্য। তাঁদের দাবি, এই সংক্রান্ত যে ছবি বাজারে ঘুরছে, তাও ২০১২ সালের, সাম্প্রতিক কোনও বাজারের নয়।
তবে এধরনের অপপ্রচার চালানোর জন্যে জাম্বিয়া প্রশাসনকে চিনের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তোলা হয়েছে বেজিং-এর তরফে।
আফ্রিকায় ক্যানে করে মানুষের মাংস পাঠানোর অভিযোগ ওড়াল চিন, দাবি সবই কুৎসা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 May 2016 07:38 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -