ইসলামাবাদ: ভারতের ক্ষেপনাস্ত্র প্রতিরোধী ক্ষেপনাস্ত্র (ইন্টারসেপ্টর মিসাইল)-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চিন্তা বাড়িয়েছে পাকিস্তানের।এ ব্যাপারে রাষ্ট্রপুঞ্জর কাছে নালিশ জানাবে ইসলামাবাদ। তাদের অভিযোগ, ভারত মহাসাগরকে পরমাণু অস্ত্রের আওতার মধ্যে নিয়ে আসছে। ভারত মহাসাগরকে পরমাণু অস্ত্র-মুক্ত করার আর্জি জানিয়ে রাষ্ট্রপুঞ্জে একটি প্রস্তাব আনার কথা বিবেচনা করছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক পরামর্শদাতা সরতাজ আজিজ সেনেটকে এ কথা জানিয়েছেন। ভারতের এয়ার ডিফেন্স মিসাইল (এএডি) ক্ষেপণাস্ত্র প্রতিরোধী পরীক্ষার প্রসঙ্গ উল্লেখ করে আজিজ এ কথা বলেন।
উল্লেখ্য, গত রবিবার ওড়িশা উপকূলের কাছে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাডভান্সড এয়ার ডিফেন্স মিসাইলের।
সেনেটে আজিজ বলেছেন, ভারত মহাসাগরকে পরমাণু অস্ত্রের আওতায় নিয়ে আসার যে পরিকল্পনা ভারত করেছে তার প্রভাব আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরবে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার পরবর্তী অধিবেশনে ভারত মহাসাগরকে পরমাণু অস্ত্র মুক্ত ঘোষণা করার দাবি জানিয়ে প্রস্তাব পেশ করার কথা পাকিস্তান বিবেচনা করছে বলে জানিয়েছে।
আজিজ আরও বলেছেন, ভারত সম্প্রতি সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম কে ৪ ব্যালিস্টিক মিলাইলেরও পরীক্ষা করেছে।
আজিজের দাবি, ভারতের সঙ্গে বৈঠকের সময় পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দক্ষিণ এশিয়াকে অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র-মুক্ত অঞ্চল বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এ ব্যাপারে ভারতের কাছে কোনও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন আজিজ।
একইসঙ্গে আজিজ বলেছেন, পাকিস্তান তার প্রতিরক্ষার প্রয়োজনের ক্ষেত্রে উদাসীন নয়।অস্ত্র-প্রতিযোগিতায় যোগ না দিয়েই পাকিস্তান নিজের প্রতিরক্ষা সক্ষমতার উন্নতিসাধন করবে বলেও জানিয়েছেন তিনি।