পোড়া সিগারেটের টুকরোয় তৈরি হতে পারে রাস্তা, বলছে গবেষণা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Aug 2017 02:05 PM (IST)
মেলবোর্ন: রাস্তাঘাটে সিগারেটের টুকরো পড়ে থাকার দৃশ্য নতুন কিছু নয়। কিন্তু জানেন কি, ওই পোড়া টুকরো দিয়েই তৈরি হতে পারে ঝাঁ চকচকে রাস্তা! সাম্প্রতিক এক গবেষণা এমনই কথা বলেছে। এর ফলে শহরে গরম যেমন কমবে তেমনই বর্জ্য পদার্থের পুনর্ব্যবহারও হবে একই সঙ্গে। গবেষণাটি করেছে অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি। তাদের বক্তব্য, কোটি কোটি পোড়া সিগারেটের টুকরো প্রতি বছর প্রকৃতিতে জমা হচ্ছে। পুরোপুরি মিশে যেতে তাদের বহু বছর লেগে যাচ্ছে, এই সময়টা সিগারেটের বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ছে খালবিল, নদী, সমুদ্রে। কিন্তু এই টুকরোই ব্যবহার করা সম্ভব। গবেষকরা বলছেন, সিগারেটের টুকরোয় থাকা অ্যাশফল্টের মিশ্রণ রাস্তায় ভারী গাড়ির চলাচল দিব্যি সামলাতে পারবে, এতে কমবে তাপ পরিবাহিতা। সিগারেটের টুকরোর সঙ্গে বিটুমেন আর মোম মেশান তাঁরা। তারপর তা চোবানো হয় গরম অ্যাশফল্টের মিশ্রণে। তাঁদের দাবি, পরিবর্তিত এই সিগারেটের টুকরোগুলি দিয়ে নির্মাণকাজ অনায়াসে করা সম্ভব, এতে পরিবেশ দূষণও কমবে চোখে পড়ার মত।