হাক্কানি নেটওয়ার্ক, তালিবানকে মদত দেওয়া চলবে না, পাকিস্তানকে হুঁশিয়ারি ট্রাম্পের
Web Desk, ABP Ananda | 06 Aug 2017 05:31 PM (IST)
ওয়াশিংটন: তালিবান, হাক্কানি নেটওয়ার্ক সহ জঙ্গিগোষ্ঠীগুলিকে মদত দেওয়া বন্ধ করতে হবে পাকিস্তানকে। এমনই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন সরকার পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার একের পর এক অভিযোগ করছে। পাকিস্তানের অর্থসাহায্যও কাটছাঁট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার স্বয়ং ট্রাম্প সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন। ফলে সন্ত্রাসবাদ ইস্যুতে চাপ বাড়ল পাকিস্তানের উপর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জেনারেল এইচ আর ম্যাকমাস্টার বলেছেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট বলেছেন, উপমহাদেশে যারা তালিবান, হাক্কানি নেটওয়ার্ক এবং অন্যান্য জঙ্গিগোষ্ঠীকে মদত দেয়, তাদের আচরণে বদল দেখতে চাই আমরা। বিশেষ করে পাকিস্তানের ভূমিকায় বদল দেখতে চাই আমরা। জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করতে হবে পাকিস্তানকে। এটা পাকিস্তানের পক্ষে আপাত-বিরোধী পদক্ষেপ। কারণ, সন্ত্রাসবাদের ফলে পাকিস্তানের প্রচুর ক্ষতি হয়েছে। সন্ত্রাসবাদ দমনের জন্য লড়াই করেছে পাকিস্তান। তবে তারা বাছাই করা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছে। এই নীতি বদল করতে হবে পাকিস্তানকে।’