কেপটাউন :  সিরাম ইনস্টিটিউট থেকে নেওয়া দশ লাখ করোনা ভ্যাকসিনের ডোজ ফিরিয়ে দিচ্ছে দক্ষিণ আফ্রিকা! দক্ষিণ আফ্রিকার আপাতত করোনার যে প্রকোপ ভয়ঙ্কর আকার নিয়েছে তা রুখতে নাকি সেভাবে কার্যকর হচ্ছে না অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন, এমনটাই জানিয়েছে সেদেশের সরকার। যে বিষয়ে অবশ্য সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।


 


দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, অ্যাস্ট্র্যাজেনেকার থেকে কেনা সব ভ্যাকসিন ফিরিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা ভুগছে করোনার নতুন স্ট্রেনে। যার বিরুদ্ধে লড়াইয়ে যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাদের দেহে ভ্যাকসিনের কার্যকারিতা খুবই অল্প পাওয়া গিয়েছে।


 


যদিও খুবই কম সংখ্যার মানুষের দেহে চালানো হয়েছিল ক্লিনিকাল ট্রায়ালটি। কিন্তু কম সংখ্যার ক্লিনিকাল ট্রায়ালে প্রত্যাশামতো ফলাফল না পাওয়ার পরপরই দক্ষিণ আফ্রিকা তাদের দেশের বাসিন্দাদের মধ্যে সিরাম ইনস্টিটিউট থেকে নেওয়া ভ্যাকসিন ফেরৎ পাঠানোর ভাবনা শুরু করে।


 


গত সপ্তাহেই সিরাম ইনস্টিটিউট থেকে ১০ লক্ষ করোনার ভ্যাকসিনের ডোজ তাদের দেশে নিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী সপ্তাহের মধ্যে আরও ৫ লক্ষ ডোজ পৌঁছে যাওয়ার কথা। দক্ষিণ আফ্রিকা সরকারের পক্ষ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া এলেও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি সিরাম কর্তৃপক্ষ।