বেজিং: ফের কোভিডের চোখরাঙানি চিনে (china)। গত কয়েকদিন ধরে চিনের একাধিক এলাকায় নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধির খবর এসেছে। দেশজুড়ে বিভিন্ন এলাকায় নতুন করে কোভিড (covid) সংক্রমণ বৃদ্ধির কারণে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত চিন প্রশাসনের। সাংহাইয়ে (sanghai) বন্ধ রাখা হয়েছে স্কুল। চিনের উত্তর-পূর্বের একাধিক শহরে লকডাউন করা হয়েছে প্রশাসনের তরফে। সম্প্রতি চিনের অন্তত ১৯টি প্রদেশে নতুন করে কোভিড সংক্রমণ ছড়িয়েছে।
রবিবার চিনে ৩ হাজার ৩৯৩ জন নতুন করে কোভিড (covid) আক্রান্ত হয়েছেন। চিনের স্বাস্থ্য কমিশন সূত্রে খবর, আগের দিনের তুলনায় দ্বিগুণ সংখ্যক ব্যক্তি কোভিড আক্রান্ত হয়েছেন। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে আপাতত জিলিনের এগ্রিকালচারাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আধিকারিকদের বরখাস্ত করা হয়েছে। কারণ তাঁদের বিরুদ্ধে অভিযোগ যে, ক্যাম্পাসে গোষ্ঠী সংক্রমণের খবর থাকা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেননি তাঁরা। বরং গ্রন্থাগার-সহ ক্লাসরুমে অস্বাস্থ্যকর পরিবেশে সকলকে থাকতে বাধ্য করা হয়।
চিনের জিলিন (jilin) প্রদেশের একাধিক এলাকায় আংশিক লকডাউন শুরু হয়েছে। এত কড়াকড়ির পরেও নতুন করে কোভিডের মাথাচাড়া দেওয়া আসলে ওমিক্রনের (omicron) দাপট। অতি সংক্রামক এবং দ্রুত ছড়ানোর ফলেই বাড়ছে সংক্রমণ। জানিয়েছে চিনের জিলিন (jilin) প্রদেশের স্বাস্থ্য দফতর। চিনের শিল্পক্ষেত্র বলে পরিচিত চাংচুন শহরেও লকডাউন শুরু হয়েছে।
চিনের উহানে প্রথম ধরা পড়েছিল কোভিড সংক্রমণ। কোভিড রুখতে গোড়া থেকে কড়া কোভিডবিধি পালন করেছে চিন। লকডাউন, যাতায়াতে বিধিনিষেধ এবং পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করেছিল চিন। কিন্তু গত কয়েকদিন ধরে কোভিডের বাড়বাড়ন্তের পিছনে ওমিক্রন ভ্য়ারিয়েন্ট রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। চিনে নতুন করে ঊর্ধ্বগামী কোভিড-গ্রাফের পিছনে উপসর্গহীন কোভিড সংক্রমণ বৃদ্ধিও একটি কারণ বলে মনে করছেন তাঁরা। পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় হাসপাতাল (hospital) তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন: শরীরচর্চায় মুক্তি মিলবে কোভিড পরবর্তী সমস্যা থেকে, দাবি নয়া গবেষণায়