বেজিং: করোনাভাইরাস মহামারিতে আরও ১৩৬ জনের মৃত্যু হল। এই নিয়ে মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল। কর্তৃপক্ষ জানিয়েছে, সবমিলিয়ে এখনও পর্যন্ত সংক্রমণের সংখ্যা ৭৪, ১৮৫। তবে জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, পরপর দুইদিন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে।
কমিশন তাদের দৈনিক রিপোর্টে জানিয়েছে, কোভিড-১৯ নামে পরিচিত এই রোগে ২০০৪ জনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে আরও ১,৭৪৯ জনের করোনাভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।
এই রোগে নতুন করে যে ১৩৬ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ১৩২ জনই মহামারীর উত্সকেন্দ্র হুবেই প্রদেশের। এছাড়াও হেইলংজিয়াঙ, শ্যানডঙ, গুয়াংডং ও গুইঝাউ প্রদেশেও একজন করে আক্রান্তের মৃত্যু হয়েছে।
এরইমধ্যে ১,১৮৫ জনের মধ্যে এই ভাইরাস সংক্রমণের সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার ২৩৬ রোগী গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে, রোগমুক্তির পর হাসপাতাল থেকে ১,৮২৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
কমিশন জানিয়েছে, ১১,৯৭৭ রোগীর শারীরিক অবস্থা এখনও সংকটজনক।

এদিকে, মঙ্গলবারের মধ্যে হংকংয়ে ৬২ জন আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়াও তাইওয়ানে একজনের মৃত্যু সহ ২২ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। ম্যাকাওতে ১০ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে।
কমিশন জানিয়েছে, এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে সেরে ওঠা রোগীর সংখ্যা। এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত ১৪,৩৭৬ রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার হুবেইয়ের উহানের উয়ুচ্যাং হাসপাতালের প্রেসিডেন্ট চিকিত্সক লিউ ঝিমিং করোনা ভাইরাস নিউমোনিয়ার আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই ঘটনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সায় নিযুক্ত কর্মীদের ঝুঁকির বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।