ইসলামাবাদ: করোনাভাইরাস সারা বিশ্বকেই নাস্তানাবুদ করে তুলেছে। চিন থেকে ছড়িয়ে পড়া এই মারাত্মক ছোঁয়াচে রোগ ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার মতো মহাদেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বের বেশিরভাগ দেশেই এর প্রকোপজনিত বিপদের মুখে পড়েছে। ভারতে মঙ্গলবার দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিবেশী পাকিস্তানেও পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।
পাকিস্তানে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাত। আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে-১০৩৫। পাকিস্তানে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সিন্ধ প্রদেশে। তবে অন্যান্য প্রদেশেও করোনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে তিনজন খাইবারপাখতুনওয়ার। এছাড়া পঞ্জাব, গিলগিট বালুচিস্তান, বালুচিস্তান ও সিন্ধে করোনা আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। করোনাজনিত পরিস্থিতি মোকাবিলায় সেনা তলব করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে পাক সরকার আগামী ৩১ মার্চ পর্যন্ত রেল পরিষেবা বন্ধ করেছে। ৪ এপ্রিল পর্যন্ত স্থগিত অভ্যন্তরীণ বিমান পরিবহনও। এভাবে সারা দেশেই কার্যত লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে। পঞ্জাব সরকার সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার ঘোষণা করেছে। যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। পঞ্জাবের পাশাপাাশি সিন্ধ, বালুচিস্তান, গিলগিট বালুচিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে আংশিক বা সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। দক্ষিণ সিন্ধে ১৫ দিনের লকডাউন জারি হয়েছে। লাহোরে অত্যাবশ্যকীয় পণ্য সংগ্রহের জন্যই শুধুমাত্র বাড়ির বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হয়েছে।