দুবাই: করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে কড়া মনোভাব সৌদি আরব সরকারের। দেশে প্রবেশ পথে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও কোথায় গিয়েছিলেন, তা বিস্তারিতভাবে না জানালে বিপুল অঙ্কের জরিমানা ধার্যের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এক্ষেত্রে তাঁদের ৫ লক্ষ রিয়াল (১,৩৩,০০০ মার্কিন ডলার) জরিমানা করা হবে।
গত রবিবারই এই উপসাগরীয় দেশ তাদের পূর্বপ্রান্তের তেল-উত্পাদক প্রদেশ কাতিফ-কে কার্যত তালাবন্দি করেছে। সৌদিতে এখনও পর্যন্ত যে ১৫ জনের শরীরে করোনাভাইরাস মিলিছে, তাঁদের বেশিরভাগই এই কাতিফের। উপসাগরীয় অন্যান্য আরব দেশ হয়ে সৌদি আরবে ফেরার পর তাঁরা তাঁদের ইরানে যাওয়ার তথ্য কর্তৃপক্ষের কাছে দেননি।
সরকারের পক্ষ থেকে রবিবারের প্রার্থনা ১৫ মিনিটের মধ্যে সেরে ফেলতে ইমামদের নির্দেশ দিয়েছে। ইসলাম বিষয়কমন্ত্রক মসজিদগুলিতে খাদ্য ও পানীয় নিষিদ্ধ করেছে।
এরইমধ্যে সৌদিতে নতুন করে কয়েকজনের সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের মধ্যে তিনজন ইরান ও ইরাক হয়ে সৌদি আরবে পৌঁছন। ফিরে আসার পর তাঁদের কোয়ারান্টাইনে নিয়ে যাওয়া হয়। পরীক্ষায় তাঁদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে এবং পূর্বাঞ্চল প্রদেশের একটি হাসপাতালের কোয়ারান্টাইন ওয়ার্ডে তাঁদের রাখা হয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে, চতুর্থ ব্যক্তি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে পূর্বাঞ্চলের প্রদেশের একটি হাসপাতালে যান। পরীক্ষার ফলে ভাইরাস মেলায় তাঁকে চিকিত্সার জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে। পঞ্চম ব্যক্তি মিশরীয়। তিনি সম্প্রতি নিজের দেশ থেকে সৌদিতে আসেন। তাঁকে মক্কার একটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ওই ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদেরও চিহ্নিত করে পৃথকভাবে রাখা হয়েছে।
করোনাভাইরাস: সৌদি আরবে দেশে ফেরার সময় বিদেশ ভ্রমণের বিস্তারিত তথ্য না দিলে লক্ষাধিক ডলার জরিমানা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Mar 2020 01:13 PM (IST)
করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে কড়া মনোভাব সৌদি আরব সরকারের। দেশে প্রবেশ পথে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও কোথায় গিয়েছিলেন, তা বিস্তারিতভাবে না জানালে বিপুল অঙ্কের জরিমানা ধার্যের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এক্ষেত্রে তাঁদের ৫ লক্ষ রিয়াল (১,৩৩,০০০ মার্কিন ডলার) জরিমানা করা হবে।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -