মুম্বই: সম্প্রতি একটি অদ্ভুত ভিডিও নিয়ে তোলপাড় নেট-দুনিয়া। ভিডিওর কেন্দ্রীয় চরিত্র একটি কাক এবং সেই কাকের বসে থাকার ধরন। অনেকেই ভ্রু কোঁচকাতে পারেন, এটা ভেবে যে, সামান্য কাক! একটা কাকের ভিডিওতে কী এমন থাকতে পারে। কেন ভিডিওটি নিয়ে চারদিকে তোলপাড় পড়েছে, তা জানার জন্য ভিডিওটি দেখতেই হবে। ভিডিওতে দেখা যাচ্ছে কাকটি বসে রয়েছে। কিন্তু, তার বসার ধরন দেখে এক ঝলকে বোঝা দায় যে আদৌ একটি কাক না কোনও ছোট গোরিলা বসে রয়েছে!
ভিডিওর মালিক সিম্পসন জানান, প্রথম দেখে তাঁর মনে হয়েছিল, তিনি কোনও ‘জম্বি’ দেখছেন। প্রাণীটি যে একটি কাক, তা বুঝতে কিছুক্ষণ সময় লাগে তাঁর। পরে অবশ্য সিম্পসনের মনে হয়েছে, কাকটি বেশ সুন্দর। বহু মানুষ কাকটির অদ্ভুত পোজ দেওয়া নিয়ে মন্তব্য করেন। অচিরেই, ভিডিওটি গিয়ে পৌঁছয় কায়লি সুইফ্টের কাছে, যিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ‘করভিড’ (কাক) প্রজাতির পক্ষীদের ওপর গবেষণা করেন। তাঁর ব্যাখ্যা, কাকটি আসলে ওই ভাবে রোদ পোহাচ্ছিল, যা নিতান্তই স্বাভাবিক।