হায়দরাবাদ: সৌদি আরবে পরিচারিকার কাজ করতে গিয়ে হায়দরাবাদের এক মহিলার মৃত্যু হল। বুকে সংক্রমণ জনিত রোগে তাঁর মৃত্যু হয়েছে বলে রিয়াধ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে জানান পরিবারের লোকেদের। আসিমা খাতুন (২৫) নামে ওই মহিলা একটি হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।


 

মৃতার পরিবারের লোকেদের অভিযোগ, যে পরিবারে তিনি পরিচারিকার কাজ করতেন তারা তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে ভারত।

 

আসিমার পরিবারের লোকেরা বলেছেন, তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে অবৈধভাবে সৌদি আরবে আটকে রাখা হয়েছিল। তাঁকে খেতে দেওয়া হত না। একটি ঘরে আটকে রাখা হয়েছিল। কয়েকদিন আগেই বাড়িতে ফোন করে যে কোনওভাবে তাঁকে দেশে ফেরানোর ব্যবস্থা করার কথা বলেছিলেন আসিমা। তাঁর পরিবারের লোকেরা তেলেঙ্গানা সরকারের সঙ্গে যোগাযোগ করেন। রাজ্য সরকার বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে আসিমাকে উদ্ধার করার অনুরোধ জানায়। কিন্তু তার আগেই আসিমার মৃত্যু হল।

 

সৌদি আরবে পরিচারিকাদের উপর অত্যাচারের ঘটনা নতুন নয়। কিছুদিন আগেই এক পরিচারিকার হাত কেটে নেওয়া হয়েছিল। কিন্তু সেদেশের সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কড়া ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ।