বেজিং: ডোকলাম নিয়ে ভারত-চিন সংঘাত এই নিয়ে সপ্তম সপ্তাহে পড়ল। এখনও পর্যন্ত নয়াদিল্লি ডোকলাম নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড়ই রয়েছে। এদিকে বেজিং এই সংঘাত মেটানোর জন্যে কোনওরকম সমঝোতা করবে না বলে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে। এবার পিপিলস লিবারেশন আর্মির এক বিশ্লেষক জানিয়ে দিলেন, সংঘাত মেটাতে কোনওভাবেই আপস নয়। এমনকি ভারত যে বিতর্কিত এলাকাটা নিজেদের বলে দাবি করে সেখানে সেনা পাঠিয়েছে, সেপ্রসঙ্গে পিএলএ-র প্রবীণ এক বিশ্লেষক কর্ণেল ঝাও জিয়াওঝউয়ের মত, নয়াদিল্লি ভুল পদক্ষেপ নিয়েছে। এখনও পর্যন্ত চিন ওই এলাকায় ভারতের সেনা মোতায়েন প্রসঙ্গে 'আক্রমণ' শব্দটি ব্যবহার করেনি। শুধুমাত্র 'অনধিকারপ্রবেশ' শব্দটিই ব্যবহার করা হয়েছে। এটা চিনের ভদ্রতা, কিন্তু সেই ভদ্রতার সুযোগ কেউ নেওয়ার চেষ্টা করলে, কড়া জবাব পাবে।

তারপর ওই প্রবীণ বিশ্লেষক বলেন, তাঁরা এখনও আশা রাখেন দুদেশের ভালোর জন্যে হয়তো অদূর ভবিষ্যতে ভারত ওই বিতর্কিত এলাকা থেকে সেনা তুলে নেবে। কিন্তু চিনা সরকার এবং সেখানকার সেনাবাহিনী কোনও রকম সমঝোতা করতে নারাজ।

প্রসঙ্গত, ডোকলাম এলাকায় চিনের সেনা মোতায়েনের ঠিক ২৪ ঘণ্টা পর এই মন্তব্য করলেন পিএলএ-এর এই প্রবীণ বিশ্লেষক। সূত্রের খবর, এই বিষয় নিয়ে ভারত-চিন সংঘাত যখন চরমে, তখনই ডোলাম মালভূমি থেকে মাত্র এক কিমি দূরে সেনা মোতায়েন করল চিন। জানা গিয়েছে, সেখানে প্রায় ৮০টি তাঁবু তৈরি করেছে পিপিলস লিবারেশন আর্মি। বিতর্কিত এলাকার কাছে আনুমানিক আটশোর একটু কম সেনা মোতায়েন করেছে পিএলএ। এছাড়া বিতর্কিত এলাকার কাছে ভারতীয় সেনাবাহিনীর মুখোমুখি প্রায় তিনশো সেনা মোতায়েন করেছে বেজিং। কার্যত চিনের এইসমস্ত পদক্ষেপ থেকে একটি বিষয় পরিস্কার কোনও রকমের সমঝোতার মানসিকতাই তাদের নেই।