ব্রিটেন ফার্স্ট বহু সংস্কৃতির বৈচিত্র্যের বিরোধী, ব্রিটেনের 'ইসলামিকরণ' হচ্ছে বলে অভিযোগে সরব তারা। ব্রিটেনে মসজিদ নির্মাণ, সম্প্রসারণের বিরোধী গোষ্ঠীটি স্থানীয়, জাতীয় স্তরের নির্বাচনে অংশ নিলেও তেমন সাফল্য জোটেনি। ট্রাম্প কেন ফ্রানসেনের ভিডিওগুলি রিট্যুইট করেছেন, সেই ব্যাখ্যা দেননি। যদিও মার্কিন প্রেসিডেন্টকে নির্বাচনের প্রচারে কট্টর মুসলিম-বিরোধী কথাবার্তাই বলতে শোনা গিয়েছে। কয়েকটি মুসলিম-অধ্যুষিত দেশ থেকে অভিবাসনকারীদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারির চেষ্টাও করেছেন তিনি।
ট্রাম্প ভিডিওগুলি রিট্যুইট করার পর ফ্রানসেন ট্যুইট করেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেপুটি লিডার জায়দা ফ্রানসেনের তিনটি ট্যুইটার ভিডিও রিট্যুইট করেছেন। ডোনাল্ড ট্রাম্প নিজে ভিডিওগুলি রিট্যুইট করেছেন। প্রায় ৪ কোটি ৪০ লক্ষ ফলোয়ার তাঁর। ঈশ্বর আপনাকে, আমেরিকাকে আশীর্বাদ করুন।
এ বছরে এক ফৌজদারি মামলার বিচারের সময় ছড়িয়ে দেওয়া লিফলিট, ভিডিও ঘিরে ফ্রানসেনের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ, ইঙ্গিত দিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে। আগস্টে উত্তর আর্য়াল্যান্ডে গিয়ে তিনি এমন এক ভাষণ দেন যাতে গালিগালাজ, হুমকি দেওয়া, অপমানজনক শব্দ ব্যবহার করার অভিযোগ ওঠে। বর্তমানে জামিনে রযেছেন ফ্রানসেন। গত বছর হিজাব পরা এক মুসলিম মহিলাকে গালাগাল করায় দোষী ফ্রানসেনের জরিমানাও হয়।
তাঁর ভিডিওগুলি রিট্যুইট করায় ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন গত বছর উগ্র দক্ষিণপন্থী চিন্তাভাবনায় বিশ্বাসী হামলাবাজের হাতে খুন হওয়া জনপ্র্তিনিধি জো কক্সের স্বামী ব্রেনডন কক্স।
তিনি ট্যুইট করেন, ট্রাম্প নিজের দেশেই চরম দক্ষিণপন্থীদের বৈধতা দিলেন। ঘৃণা, বিদ্বেষ ছড়ানোর ফল দেখা যাবে। প্রেসিডেন্টের লজ্জিত বোধ করা উচিত। ট্রাম্পের রিট্যুইটের নিন্দা করে টিভি সঞ্চালক পিয়ার্স মর্গ্যান ট্যুইট করেন, চরম দক্ষিণপন্থী উগ্রপন্থীদের ভিডিও রিট্যুইট করে এসব কী করছেন প্রেসিডেন্ট! এই পাগলামো থামান, রিট্যুইটগুলি মুছে দিন।