নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাড়া জাগানো জয়। 'টাইম' ম্যাগাজিনের ২০১৬-র পার্সন অব দি ইয়ার শিরোপা পেলেন ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'টাইম' ম্যাগাজিনের পাঠকরা আগেই অনলাইন ভোটে পছন্দের বর্ষসেরা ব্যক্তিত্ব বাছাই করেছেন বটে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিনটির ২০১৬-র সেরা ব্যক্তি বাছার ১১ জনের চূড়ান্ত তালিকায়ও ছিলেন তিনি। কিন্তু শেষ হাসি হাসলেন হবু মার্কিন প্রেসিডেন্টই। বর্ষসেরা ব্যক্তি খেতাবের দৌড়ে প্রথম রানার আপ হয়েছেন হোয়াইট হাউস দখলের যুদ্ধে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। দ্বিতীয় রানার আপ অনলাইন হ্যাকাররা।
ম্যাগাজিনটি বলেছে, প্রতিষ্ঠান-বিরোধী, জনপ্রিয় প্রার্থী হিসাবে জোর প্রচার চালিয়ে ৪৫-তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৭০ বছর বয়সি ট্রাম্প। এমন রাজনৈতিক সাফল্যের নজির মেলা ভার।
ট্রাম্পও বছরসেরা ব্যক্তিত্ব ঘোষিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এটা বিরাট সম্মান। এর তাত্পর্য বিরাট। টাইম পড়ে বড় হয়েছি। সুতরাং এটা দারুণ সম্মান। অতীতে টাইম-এর কভারেরমুখ হওয়ার সৌভাগ্য হয়েছিল।
প্রসঙ্গত, ভাল বা মন্দ যে কোনও অর্থে খবরের দুনিয়াকে প্রভাবিত করেছেন, এমন একাধিক বিশ্ব ব্যক্তিত্ব, শিল্পী, কর্পোরেট দুনিয়ার মাথাদের মধ্য থেকেই বর্ষসেরা মুখটিকে বেছে নেন টাইম-এর সম্পাদকরা।