ইসলামাবাদ: চিত্রাল থেকে ইসলামাবাদ যাওয়ার পথে ৪২ জন যাত্রী সহ অ্যাবোটাবাদের গ্যারিসন টাউনের কাছে ভেঙে পড়ল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-র বিমান। খাইবার-পাখতুনওয়া প্রদেশের চিত্রাল থেকে ইসলামাবাদে আসার পথে হ্যাভেলিয়নের কাছে ভেঙে পড়ে বিমানটি।
সরকারি বিমান পরিবহণ সংস্থার বিমানটি দুপুর সাড়ে তিনটে নাগাদ চিত্রাল থেকে যাত্রা শুরু করে। ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল বিকেল ৪.৪০ নাগাদ।
পিআইএ-র এক মুখপাত্র জানিয়েছেন, উড়ান শুরু হওয়ার কিছুক্ষণ করে রাডারের নজরদারির বাইরে চলে যায়। এর আগে বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে বিপদবার্তা পাঠিয়েছিলেন। তিনি আরও জানিয়েছেন, বিমানে ছিলেন ৪২ জন যাত্রী।তাঁদের মধ্যে ৯ মহিলা ও ২ শিশু। যাত্রীদের মধ্যে ৩ জন বিদেশি নাগরিক।
তিন পাইলট, দুই বিমান সেবিকা এবং এক গ্রাউন্ড ইঞ্জিনিয়ার সহ পাঁচ বিমানকর্মী ছিলেন বিমানে।
পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্থল থেকে এখনও পর্যন্ত ৩৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনাস্থলে পাক সেনা হেলিকপ্টার ও জওয়ানদের পাঠিয়েছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।
দুর্ঘটনাগ্রস্ত এটিএর বিমান পিকে-৬৬১-র যাত্রীদের মধ্যে ছিলেন গায়ক থেকে ইসলামি প্রচারক হয়ে ওঠা জুনেইদ জামশেদও।ধর্মীয় বক্তৃতা দেওয়ার জন্য তিনি চিত্রাল গিয়েছিলেন বলে জানিয়েছেন জামশেদের ভাই।
অ্যাবোটাবাদ জেলা পুলিশ মাজব ও পিপিলিয়ানের মাঝে বিমানটির ভেঙে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা হ্যাভেলিয়নের পাহাড়ি এলাকায় একটি বিমান ভেঙে পড়তে দেখেছেন। যেখানে ভেঙে পড়েছে সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল।
৪৭ যাত্রী সহ ভেঙে পড়ল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান
ABP Ananda, web desk
Updated at:
07 Dec 2016 06:04 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -