ওয়াশিংটন: জঙ্গি সংগঠন আইএসআইএসের কোমর ভাঙতে মার্কিন সামরিক বাহিনী পূর্ব আফগানিস্তানে পাকিস্তান সীমান্ত ঘেঁষা এলাকায় বড়সড় অভিযান চালিয়েছে। আফগানিস্তানের নানগড়হর প্রদেশের অচিন জেলার পাহাড়ে অজস্র গুহা জুড়ে আইএসের আঞ্চলিক গোষ্ঠী আইএসআইএস-খোরাসান জঙ্গিদের তৈরি সুড়ঙ্গ নিশানা করে গতকাল সন্ধেয় ফেলা হয়েছে সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা। এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। যে বোমাটি ফেলা হয়েছে তা হল ‘জিবিইউ-৪৩ ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট’, যাকে বলা হয়, ‘মাদার অফ অল বম্বস’। এই বোমা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিযান খুবই সফল হয়েছে। আমরা সেনাবাহিনীর জন্য গর্বিত।
ট্রাম্প বলেছেন, সবাই জানেন যে, কী ঘটনা ঘটেছে। আমি ওই বোমা ব্যবহারের অনুমতি দিয়েছি। আমাদের রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। তারা তাদের কাজ করেছে।
আফগানিস্তানে আইএস ঘাঁটিতে বৃহত্তম অ-পারমানবিক বোমা ফেলল আমেরিকা
ট্রাম্প দাবি করেছেন, আইএস জঙ্গিদের বিরুদ্ধে তাঁর জমানাতেই গত আট বছরের তুলনায় অনেক বেশি সাফল্যলাভ করেছে সেনাবাহিনী।
এই বোমার ব্যবহার উত্তর কোরিয়ার প্রতি কোনও বার্তা দেবে কিনা, এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, এটা উত্তর কোরিয়ার কাছে কোনও বার্তা পৌঁছে দেবে কিনা, তা তাঁর জানা নেই। তবে বার্তা পৌঁছল, কি পৌঁছল না, তাতে কোনও ফারাক পড়বে না। উত্তর কোরিয়া একটা সমস্যা। এই সমস্যা সমাধানের কথা ভাবছে আমেরিকা। এ বিষয়ে চিন দারুন সচেষ্ট বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।
মার্কিন বিমান বাহিনীর স্পেশ্যাল অপারেশন কম্যান্ড পরিচালিত এমসি-১৩০ বিমানের সাহায্যে ২১,৬০০ পাউন্ডের জিপিএস নিয়ন্ত্রিত বোমাটি ফেলা হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর জন্য গর্বিত, অভিযান সফল, বললেন ট্রাম্প
ABP Ananda, web desk
Updated at:
14 Apr 2017 09:02 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -