লস অ্যাঞ্জেলস: ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন জয়ের পরই মার্কিন মুলুকে দিকে দিকে প্রতিবাদের ঝড়।
পেনসিলভেনিয়া থেকে ক্যালিফর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন—শয়ে শয়ে মানুষ রাস্তায় নেমে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ট্রাম্পের জয়ের বিরুদ্ধে সোচ্চার হন।
পুলিশ জানিয়েছে, অন্তত ৫০০ জন রাস্তায় নেমে ট্রাম্প-বিরোধী স্লোগান তুলে বলতে থাকেন, ‘ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট নয়।’ যদিও, ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
পাশাপাশি, ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয় চত্বর এবং নিকটরবর্তী বার্কলে, আরভিন, ডেভিস এবং সন্ত জোসে তেও প্রতিবাদ ওঠে। বিক্ষোভ প্রদর্শন হয় ওকল্যান্ডে। সেখানে ট্রাম্পের কুশপুতুল পোড়ানো হয়। ভাঙচুর চালানো হয় স্থানীয় সংবাদপত্রের দফতরে।
অন্যদিকে, ওরেগনে প্রায় ৩০০ স্থানীয় মানুষ প্রতিবাদ জানিয়ে রাস্তায় জমায়েত হলে, যানজট দেখা দেয়। ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। পোড়ানো হয় মার্কিন পতাকা। একই দৃশ্য দেখা যায় সিয়াটেল ও পেনসিলভেনিয়াতেও।
ট্রাম্পের জয়ের প্রতিবাদে আমেরিকার দিকে দিকে বিক্ষোভ, পোড়ানো হল কুশপুতুল, জাতীয় পতাকা
Web Desk, ABP Ananda
Updated at:
09 Nov 2016 11:12 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -