ইসলামাবাদ: নরেন্দ্র মোদীর তোলা গুজরাতের বিধানসভা ভোটে নাক গলানোর অভিযোগ অস্বীকার করে পাল্টা পাকিস্তানের। গতকাল প্রধানমন্ত্রী দলের ভোটপ্রচারে গুজরাতে এক জনসভায় বিধানসভা নির্বাচনে সীমান্তের ওপার থেকে কলকাঠি নাড়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন। জবাবে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সলের ট্যুইট, ভারতের নেতারা তাঁদের দেশের ভোটে পাকিস্তানকে যেন টেনে না আনেন। তিনি লেখেন, নিজেদের নির্বাচনী বিতর্কে পাকিস্তানকে জড়ানো বন্ধ করুক ভারত। ফুলিয়ে ফাঁপিয়ে তোলা সম্পূর্ণ ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন ষড়যন্ত্রের তত্ত্ব নয়, নিজেদের ক্ষমতার জোরে ভোটে জেতা উচিত ওদের।




অভিযোগের সমর্থনে পাক সেনার প্রাক্তন ডিরেক্টর জেনারেল সর্দার আর্শাদ রফিক প্রথম সারির কংগ্রেস নেতা আহমেদ পটেলকে গুজরাতের মুখ্যমন্ত্রী করার আবেদন জানিয়েছেন বলেও গতকাল দাবি করেন প্রধানমন্ত্রী। বলেন, কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের বাসভবনে বৈঠক হয়েছে, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, দেশের এক প্রাক্তন উপরাষ্ট্রপতি ও এক প্রাক্তন পাক বিদেশমন্ত্রীও ছিলেন। একদিকে পাক সেনার প্রাক্তন ডিজি গুজরাতের নির্বাচনে মাথা গলাচ্ছেন, আরেকদিকে পাকিস্তানের লোকজন মণিশঙ্কর আয়ারের বাড়িতে বৈঠক করছেন। সেই বৈঠকের পর গুজরাতের জনগণ, পশ্চাত্পদ সম্প্রদায়, গরিব মানুষ ও মোদীকে অপমান করা হচ্ছে। তাহলে এমন বৈঠক নিয়ে কি সন্দেহ, সংশয় হবে না?