অভিযোগের সমর্থনে পাক সেনার প্রাক্তন ডিরেক্টর জেনারেল সর্দার আর্শাদ রফিক প্রথম সারির কংগ্রেস নেতা আহমেদ পটেলকে গুজরাতের মুখ্যমন্ত্রী করার আবেদন জানিয়েছেন বলেও গতকাল দাবি করেন প্রধানমন্ত্রী। বলেন, কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের বাসভবনে বৈঠক হয়েছে, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, দেশের এক প্রাক্তন উপরাষ্ট্রপতি ও এক প্রাক্তন পাক বিদেশমন্ত্রীও ছিলেন। একদিকে পাক সেনার প্রাক্তন ডিজি গুজরাতের নির্বাচনে মাথা গলাচ্ছেন, আরেকদিকে পাকিস্তানের লোকজন মণিশঙ্কর আয়ারের বাড়িতে বৈঠক করছেন। সেই বৈঠকের পর গুজরাতের জনগণ, পশ্চাত্পদ সম্প্রদায়, গরিব মানুষ ও মোদীকে অপমান করা হচ্ছে। তাহলে এমন বৈঠক নিয়ে কি সন্দেহ, সংশয় হবে না?