ইসলামাবাদ: সংখ্যালঘু হিন্দুদের নিশানা করে ‘চরম আপত্তিকর, নিন্দনীয় শব্দ’ ব্যবহারের অভিযোগ পাকিস্তানের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে। ‘দি নেশন’ সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধে তীব্র ক্ষোভ জানিয়ে এক ভাষ্যকার অভিযোগ করেছেন, সংশিষ্ট চ্যানেলের এক অনুষ্ঠানে হিন্দুদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ, উপহাস করে অশালীন শব্দ প্রয়োগ করেন এক পারফর্মার। দর্শকাসনে হাসির রোল ওঠে।
তিনি বলেছেন, পাকিস্তানে ৩০ লক্ষ হিন্দু থাকেন। কী করে তাঁদের প্রতি এমন মন্তব্য সম্প্রচারিত হতে দেওয়া হল, সেটা দেখেই হতবাক হয়ে যাচ্ছি। দুর্ভাগ্যের বিষয়, পাঠ্যবই থেকে টক শো, আমজনতা-সর্বস্তরে হিন্দুদের অবজ্ঞা করার সংস্কৃতি চলছে। কিছু লোক ‘মজা করার’ নামে এই সংস্কৃতি পুষে রাখে।

মার্কিন প্রেসি়ডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবিরের প্রার্থী হওয়ার দৌড়ে নামা ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের সম্পর্কে বিদ্বেষ, ঘৃণা উগরে দিয়েছেন সম্প্রতি। ওই ভাষ্যকারের বক্তব্য, ট্রাম্পের মন্তব্যে নিন্দার ঝড় বয়ে গেল। কিন্তু বহু, বহু মাইল দূরে আমেরিকায় এক মুসলিম-বিদ্বেষীর মন্তব্যকে ধিক্কার দেওয়ার আগে একটু আত্মসমালোচনা করুন, ভাবুন, মুসলিমদের আগমনের আগে কয়েক হাজার বছর ধরে এই মাটিতেই বসবাস করা আমাদেরই সহ নাগরিকদের প্রতি আমরা কী আচরণ করছি।

তিনি এও বলেন, অনেকেই হয়ত জানেন না, আমাদের যে ভূখণ্ডের একটি অংশে, যা  পাকিস্তান ইসলামিক প্রজাতন্ত্রের অংশ, সেখানেই জন্ম হয়েছিল হিন্দুধর্মের।  সেই ধর্মের মানুষজনকে সে দেশেই প্রকাশ্যে অপমান করা চরম লজ্জার ব্যাপার।