দুবাই: রাতে রাস্তায় পথচলতি মহিলাকে জড়িয়ে ধরার অভিযোগে ভারতীয় যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের হল দুবাইয়ের আদালতে।
পেশায় চালক ওই ব্যক্তি যদিও অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ভুলবশত তিনি মহিলাকে স্পর্শ করেছেন। তবে, সরকারি কৌঁসুলিদের দাবি, ওই ফিলিপিনো মহিলাকে অশ্লীলভাবে ছোঁয়ার পর ওই জায়গা থেকে পালিয়ে যান বছর তিরিশের ওই ব্যক্তি। পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে গিয়ে পেশায় ওয়েট্রেস বছর পঁচিশের ওই মহিলা জানান, গত ৩ অগাস্ট, রাত সওয়া একটা নাগাদ তিনি একটি রেস্তোরাঁর কাছে দাঁড়িয়ে ছিলেন সুপারমার্কেট যাবেন বলে। সঙ্গে এক বন্ধুও ছিল। উল্টোদিক থেকে ৫-৬ জনের একটি দল আসছিল। তাদের মধ্যে একজন আমাকে ইচ্ছাকৃতভাবে জড়িয়ে ধরে। আমি চিৎকার করলে, সে নোংরা ও অশ্রাব্য কথা বলতে থাকে। মহিলার আরও দাবি, তাঁর চিৎকার অগ্রাহ্য করে অভিযুক্ত হাসতে থাকে এবং তাঁকে অশ্লীলভাবে জড়িয়ে ধরে রাখে। এরপর আমাকে ছেড়ে অভিযুক্ত ওই এলাকা থেকে দৌড়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। মহিলা বলেন, আমি চিৎকার করতে করতে ওকে তাড়া করি। এরমধ্যে এক আফ্রিকান ব্যক্তি এসে অভিযুক্তকে ধরে ফেলে। আগামী ১ অক্টোবর রায় ঘোষণা করবে আদালত।