এবার দুবাইয়ের বুর্জ খলিফা পাহারা দেবে পৃথিবীর প্রথম রোবট পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jun 2017 01:37 PM (IST)
দুবাই: দুবাই শহরে পুলিশ টহল দেয় ফেরারি আর ল্যাম্বরঘিনি চড়ে। এবার তারা নিয়ে এসেছে পৃথিবীর প্রথম রোবট পুলিশ অফিসার। তাদের টার্গেট, ২০৩০-এর মধ্যে গোটা বাহিনীর এক চতুর্থাংশে রোবট পুলিশ নিয়োগ করা। বুধবার রাতটা বিশ্বের দীর্ঘতম টাওয়ার বুর্জ খলিফার সামনে দেখা গিয়েছে এই রোবট পুলিশকে। পর্যটক আর পথচারীরা তার সঙ্গে মহানন্দে তুলেছেন সেলফি। পুলিশের ক্যাপ পরা এই রোবট পুলিশ ঘোরে চাকায় করে। বুকে রয়েছে একটি কম্পিউটার টাচস্ক্রিন যা কোনও অপরাধ ঘটলে রেকর্ড করার জন্য ব্যবহার করা যাবে। মূলত পর্যটন ক্ষেত্রগুলিতেই নিয়োগ করা হবে রোবট পুলিশ। এতে রয়েছে ক্যামেরাও, যা পুলিশ কন্ট্রোল রুমে পৌঁছে দেবে ঘটনাস্থলের সরাসরি ছবি। যাতে দরকারে আসল পুলিশ এসে ব্যবস্থা নিতে পারে।