নিবেদিতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা :  কানাডায় ভারতীয়দের সংখ্যা প্রচুর। তাই ভারতীয় কোনও উৎসব মানেই সেখানে অনাবাসী ভারতীয়দের মধ্যে হইহই পড়ে যায়। গত ২ বছর করোনা পরিস্থিতিতে সে-দেশের প্রশাসন যথেষ্ট সতর্ক ছিল। উৎসব-সমাগমে ছিল নিয়ন্ত্রণ। তাই দুর্গোৎসব পালও তেমন ভাবে হয়নি। এবার ফের কোমর বেঁধে দুর্গাপুজোর আয়োজনে নেমেছেন কানাডাবাসী বাঙালিরা। 



এবার কবে পুজো
এখানকার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম ডারহামের ওশাওয়ার সর্বজনীন পুজো।  টরন্টো শহরের পূর্ব প্রান্তে ডারহামের এই শহরের কনভেনশন সেন্টারে এবারের পুজোর আয়োজন করেছে ডরহম দুর্গোৎসব পুজো কমিটি। পুজো ৮, ৯ অক্টোবর। এই পুজোর প্রধান আকর্ষণ মণ্ডপ সজ্জা । এবা মণ্ডপ শিল্পী হিমাদ্রি দাস । তাঁর সঙ্গে হাতে হাত মিলিয়ে মণ্ডপ তৈরি করেন পুজোর উদ্যোক্তারা । কচিকাঁচারাও  সমান ভাবে অংশগ্রহণ করে আনন্দে। পুজোর উদ্যোক্তা পৌলমী বিশ্বাস, সপ্তর্ষি রায় এবিপি লাইভকে জানালেন, পুজোয় কলকাতায় থাকতে না পারার কষ্টটা এভাবে পুষিয়ে নেন তাঁরা। 




কী আচার-আচরণ
এখানে পুজো হয় শনি ও রবিবার। সব প্রকার নিয়ম নীতি আচার উপাচার মিলিয়ে এই পুজোর আয়োজন হয়।  পুজোর উদ্যোক্তারা খুবই নিষ্ঠাবান পুজোর বিষয়ে। পুজোর দুদিন সকলে মিলে  প্রতিমা দর্শন , পুষ্পাঞ্জলি দেওয়া , ভোগ খাওয়া থেকে দশমীর সিঁদুর খেলা কিছুই বাদ থাকে না।  পুজোর দেদার আড্ডা থেকে সেলফি তোলা, বাদ পড়ে না কিছুই।


ফুচকা থেকে কাটলেট
কলকাতার স্পেশ্যাল স্বাদ ফুচকার  স্টল তো থাকেই। সেই সঙ্গে ব্যবস্থা থাকে চপ কাটলেট বা বিরিয়ানিরও।  কমতি থাকে না কিছুরই। সন্ধ্যাবেলা আয়োজন করা হয় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের। নাচে গানে মেতে ওঠেন সকলে। 

এই বছরের ভাবনাটা একটু অন্যরকম। উদ্যোক্তারা জানালেন, এবার পুজোয়,  Augmented Reality-র মাধ্যমে অতিথিদের কাছে দুর্গা পুজো সক্রান্ত তথ্য প্রদর্শন করা হবে।    টরন্টো শহরের আপামর বাঙালির আমন্ত্রণ এই দুর্গোৎসবে। 




কলকাতার পুজোর নির্ঘণ্ট 



  • মহালয়া   ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার

  • মহাপঞ্চমী  ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

  • মহাষষ্ঠী ১ অক্টোবর ২০২২ শনিবার

  • মহাসপ্তমী ২ অক্টোবর ২০২২ রবিবার

  • মহাঅষ্টমী  ৩ অক্টোবর ২০২২ সোমবার

  • মহানবমী ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

  • মহাদশমী ৫ অক্টোবর ২০২২ বুধবার

  • কোজাগরী লক্ষ্মী পুজো  ৯ অক্টোবর ২০২২, রবিবার