টোকিও: ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। শনিবার রাতে জাপানের তোহোকু প্রদেশের মিয়াগি ও ফুকুশিমা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। জাপানের রাজধানী টোকিওতে কম্পন অনুভূত হয়। তবে টোকিওতে কম্পনের মাত্রা ছিল ৪।


এই ভূমিকম্পের উৎসস্থল ছিল টোকিও থেকে উত্তর-পূর্ব দিকে ৩০৬ কিলোমিটার দূরে এতোরোফু দ্বীপের পূর্বদিকে একটি অংশ। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৭.৩৭ মিনিটে সমুদ্রের তলদেশের ৬০ কিলোমিটার গভীরে কম্পন হয়। প্রাথমিকভাবে মিয়াগি ও ফুকুশিমা উপসাগরীয় অঞ্চল থেকে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। জাপানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সুনামির সতর্কতা জারি করা হয়নি।


এতোরোফু দ্বীপ একটি বিতর্কিত অঞ্চল। জাপান ও রাশিয়ার মধ্যে এই দ্বীপের অধিকার নিয়ে বেশ কিছুদিন ধরেই সংঘাত চলছে। বর্তমানে এই দ্বীপটি রাশিয়ার অধিকারে রয়েছে। সেখানেই এবার ভূমিকম্প হল।


জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে টিভি জানিয়েছে, ভূমিকম্পের ফলে ফুকুশিমা দাই-ইচি পরমাণু কেন্দ্রের কোনওরকম ক্ষতি হয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অবশ্য কোনওরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পনের ফলে কেউ আহত হননি বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে ভূমিকম্পের ফলে ৮,৬০,০০০টি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে বলে জানিয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি। ভূমিকম্পের ফলে উত্তর-পূর্ব জাপানে কয়েকটি ট্রেন থেমে যায়।


ভূমিকম্পের খবর পাওয়ার পরেই নিজের দফতরে পৌঁছে যান জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। তাঁর দফতরে ‘ক্রাইসিস সেন্টার’ তৈরি করা হয়েছে।


২০১১ সালের মার্চে ফুকুশিমায় শক্তিশালী ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল দাই-ইচি পরমাণু কেন্দ্র। এই পরমাণু কেন্দ্রের মধ্যে সমুদ্রের জল ঢুকে যায়। পরমাণু কেন্দ্রের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। সেই কারণে এবার একই অঞ্চলে ভূমিকম্প হওয়ায় অনেকেই আশঙ্কিত হয়ে পড়েছেন।